Entertainment News

কেমন পার্টনার পছন্দ? উত্তর দিলেন ইমন

সব প্রশ্নের উত্তরেই গান গাইলেন ইমন। কী ছিল, সে সব উত্তর জানতে হলে দেখুন ভিডিও। 

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ মার্চ ২০১৮ ১৩:২০
Share:

ইমন চক্রবর্তী। ছবি: ফেসবুকের সৌজন্যে।

ইমন চক্রবর্তী ইজ ইক্যুয়াল টু গান। ঠিক এ ভাবেই ইমনকে চেনেন তাঁর দর্শক।

Advertisement

কিন্তু এই সরল সমীকরণ যদি একটু বদলে যায়? ঠিক বদল নয়, বলা ভাল সাক্ষাত্কার দিতে বসে যদি কোনও কথা নয়, শুধু গান শোনান ইমন?

ঠিক এমন প্রস্তাব নিয়েই আমরা হাজির হয়েছিলাম তাঁর কাছে। শর্ত ছিল, প্রশ্নের উত্তরে কোনও কথা নয়, গান গেয়ে বোঝাতে হবে গায়িকাকে। এক কথায় রাজি ইমন।

Advertisement

আরও পড়ুন, ‘টলিউডের কোন ক্যাম্পে কী ক্যাম্পেনিং করতে হয় সেটাই বুঝি না’

প্রশ্নের লিস্টে কখনও এল বহু বছর পরে প্রিয় বন্ধুর সঙ্গে দেখা হওয়ার মুহূর্ত। কখনও বা হঠাত্ যদি অপছন্দের মানুষের সঙ্গে দেখা হয়, কী করবেন ইমন? আর সবশেষে জানতে চাওয়া হয়েছিল, তাঁর কেমন পার্টনার পছন্দ?

সব প্রশ্নের উত্তরেই গান গাইলেন ইমন। কী ছিল, সে সব উত্তর জানতে হলে দেখুন ভিডিও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement