Entertainment News

‘আলিফা’কে চেনেন? আসুন আলাপ করে নিন…

সদ্য প্রকাশিত হয়েছে ‘আলিফা’র পোস্টার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক গৌতম ঘোষ।

Advertisement

স্বরলিপি ভট্টাচার্য

শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০১৭ ১৩:২৭
Share:

‘আলিফা’ ছবির একটি দৃশ্য। ছবি: ইউটিউবের সৌজন্যে।

একরত্তি মেয়ে। তার দু’চোখে লেখাপড়ার স্বপ্ন। কিন্তু, প্রত্যন্ত অঞ্চলে দিনমজুর বাবা-মায়ের সন্তান হওয়ায় সে স্বপ্ন অনেক দূরের হয়েই থেকে যায়। তার পর বাবা সব সময় এতটাই রেগে থাকেন যে, তাঁকে মুখ ফুটে কিছু বলাও যায় না। এই মেয়ে ‘আলিফা’। তাকে নিয়েই বড়পর্দায় গল্প বুনেছেন পরিচালক দীপ চৌধুরী। এটাই তাঁর ডেবিউ ফিল্ম।

Advertisement

আরও পড়ুন, টলিউডে অর্পিতার কামব্যাক, সৌজন্যে ‘চিত্রকর’

সদ্য প্রকাশিত হয়েছে ‘আলিফা’র পোস্টার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক গৌতম ঘোষ। তিনি বলেন, ‘‘বেশিরভাগ ছবি এখন টিপিক্যাল সিনেমার মতো। কিন্তু আলিফার লুক, ক্যারেক্টার, লোকেশন সবই খুব বিশ্বাসযোগ্য। খুব যত্ন করে তোলা।’’

Advertisement

আরও পড়ুন, ‘এ বার জন্মদিনে সেরা গিফট পেলাম’

ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন বাহারুল ইসলাম ও জয়া শীল ঘোষ। একটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন প্রসূন গায়েন। জয়ার কথায়, ‘‘বাহারুলদা আমার থিয়েটারের গুরু। ওঁর সঙ্গে কাজ করা সবসময়ই আনন্দের। আর এই কনসেপ্টটা একদম নতুন। ছবির ফতিমা হয়ে ওঠার পর খুব ভাল লেগেছিল। ভাষার জন্য সোহাগ সেনের কাছে সাহায্য নিয়েছিলাম। এটা গোটা টিমের কাজ।’’

ছবির গানঘর সামলেছেন বিক্রম ঘোষ। তিনি শেয়ার করলেন, ‘‘আলিফা সামথিং ডিফারেন্ট ফ্রম দ্য রেগুলার। অনেক ধরনের যন্ত্র ব্যবহার করেছি। লাইভ সাউন্ড রেখেছি। তাতে চরিত্রগুলোর আলাদা সিগনেচার থাকে। কাজটা করে দারুণ লেগেছে।’’

সব কিছু ঠিক থাকলে আগামী ফেব্রুয়ারিতে মুক্তি পাবে ‘আলিফা’। তার আগেই বেস্ট ডেবিউ ফিল্ম হিসেবে জাতীয় পুরস্কার জিতেছে। সদ্য সমাপ্ত ২২তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে প্রিমিয়ার হয়েছে ছবিটির।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন