Sunny leone

সানি লিওন এখন অমিতাভ শাহরুখদের পাশে…

সানি লিওনের মূর্তির আবরণ উন্মোচন দিল্লির মাদাস তুসোয়

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০১৮ ১২:১০
Share:

সানি লিওন। ছবি: সানির ইনস্টাগ্রাম পেজের সৌজন্যে।

‘বেবি ডল’ এবার দিল্লিতে।

Advertisement

অমিতাভ বচ্চন, অনিল কপূর, শাহরুখ খান কিংবা সলমন খানের সঙ্গে এক সারিতেই তিনি। রাজধানীর মাদাম তুসোর মিউজিয়ামে এবার বসল সানি লিওনের মূর্তি। মঙ্গলবার একটি অনুষ্ঠানে সানি নিজেই উদ্বোধন করলেন সেই মূর্তির। বললেন, ‘‘আমি অসম্ভব খুশি এই মূর্তিটা দেখে।এত নিখুঁত এটা। অনেকদিন ধরে অনেক শিল্পীরা মিলে চেষ্টা করছেন আমার এই মূর্তিটা তৈরি করতে। এই ধরনের কাজ অত্যন্ত প্রশংসনীয়।’’

সানির কথায়, ‘‘এই মিউজিয়াম মানুষের কাছে একটা অন্যতম আকর্ষণের কারণ। আর সেই মিউজিয়ামেই তাঁর মূর্তি বসল। এটা ভেবেই তাঁর অসম্ভব ভাল লাগছে।’’

Advertisement

আরও পড়ুন: ৬৫ বছরের অনুপ জালোটার ২৮ বছরের গার্লফ্রেন্ডকে চেনেন?

বলিউডের অন্যতম জনপ্রিয় মুখ সানি। বললেন, ‘‘নিজের মূর্তি দেখে আমি খুব এক্সাইটেড। অত্যন্ত সম্মানিত বোধ করছি এ রকম একটা সংগ্রহশালায় আমার মূর্তি বসানোয়।’’

তবে শুধু সানি নন, তাঁর স্বামী ড্যানিয়েল ওয়েবারও উচ্ছ্বাস প্রকাশ করেন সানির মূর্তি দেখে। নিজের ছবি ও ভিডিয়ো পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুন: বলি ইন্ডাস্ট্রিতে দুর্ব্যবহারের বদনাম আছে যে তারকাদের

সানি এর আগেও জানিয়েছিলেন, ‘‘মাদাম তুসোয় মূর্তি বসানোর জন্য আমায় সিটিং দিতে হয়েছিল শিল্পীদের সঙ্গে। এটা অসম্ভব ভাল একটা অভিজ্ঞতা। এটা আমি কখনও ভুলতে পারব না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন