Entertainment News

উইকএন্ড পর(দা)চর্চা

এ সপ্তাহে কারা ছিলেন বিনোদনের জগতের লাইমলাইটে? সপ্তাহের সেরা বিনোদনের খবর জেনে নিন। লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়ার বাছাই করা খবর জানতে ক্লিক করুন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০১৭ ১৪:১৮
Share:

গসিপ। প্রচার। গল্প। রিভিউ। ক্যামেরার সামনের কথা। ক্যামেরার পিছনের কথা। অভিনেতা-অভিনেত্রীদের মুড। মুড সুইং। বিনোদনের দুনিয়ায় রোজই হাজার হাজার খবর। কিন্তু কোন খবরটা খবর, আর কোনটায় মিশে জল? সব খবরই কি খবর হওয়ার মতো? এ সপ্তাহে কারা ছিলেন বিনোদনের জগতের লাইমলাইটে? সপ্তাহের সেরা বিনোদনের খবর জেনে নিন। লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়ার বাছাই করা খবর জানতে ক্লিক করুন।

Advertisement

‘ধড়ক’-এর পোস্টারে প্রকাশ্যে নতুন বলি ডিভা শ্রীদেবী-কন্যা জাহ্নবী

অপেক্ষা ছিল সিলমোহরের। এ বার সেই সিলমোহর পড়ল। কর্ণ জোহরের ব্যানারেই বলিউডে পা রাখছেন শ্রীদেবী-কন্যা জাহ্নবী কপূর। বিপরীতে শাহিদ কপূরের ভাই ঈশান খট্টর। ছবির নাম ‘ধড়ক’। সবিস্তার পড়তে ক্লিক করুন

Advertisement

এক সময়ের এই হট নায়িকার দিন কাটে আশ্রমে

বাঙালি পরিবারে জন্ম, বড় হওয়া। যদিও বাড়ি ছিল বাংলার বাইরে। ঝাড়খণ্ডের জামশেদপুরে ছেলেবেলা কেটেছিল তাঁর। সবিস্তার পড়তে ক্লিক করুন

মুভি রিভিউ: যৌনতা নিয়ে নতুন করে ভাবালেন বিদ্যা

সুলু, আদতে সুলোচনা ছিল একেবারে সাধারণ গৃহবধূ। ঘর গোছানো, হেঁশেল সামলানো, ছেলের পড়াশোনা, পাড়ার ছোটখাটো অনুষ্ঠানের সঞ্চালনা, এসব কিছুর সঙ্গে সে মন দিয়ে রেডিও শোনে। ‘লাকি ড্র’-এর মতো নানা খেলায় অংশ নেয়, প্রাইজ জেতে। সবিস্তার পড়তে ক্লিক করুন

এ বারের ফেস্টিভ্যালে চমকে দিল ‘দ্য হোলি ফিস’

পুরস্কারের দৌড়ে থাকা বেশ কিছু ছবি এই কয়েক দিনে দেখা হয়েছিল। কিন্তু এই ছবিটি আমার কাছে সব থেকে পাওয়ারফুল ও কমপ্যাক্ট ছবি বলে মনে হয়েছে। সবিস্তার পড়তে ক্লিক করুন

পেন-এক রাতানারুয়াং— এত দিন কোথায় ছিলে গুরু!

বিদেশ ঘোরা সিনে বাফ্‌রা অবশ্য স্মার্টলি খুব তাড়াতাড়ি নামটা বলে বেরিয়ে যাচ্ছিলেন। কিন্তু আমাদের মতো খালপাড়, গড়পাড় আর গঙ্গাপাড়ের সিনে প্রেমিকদের জিভ একটু আটকে আটকে যাচ্ছিল। কারণটা অবশ্য কিছুটা অন্য। সবিস্তার পড়তে ক্লিক করুন

সোমবারের ফিল্ম ফেস্টিভ্যালে হিট ‘ক্যামেরার একাল-সেকাল’

২৩তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের তৃতীয় দিনে এটাই ছিল মনে রাখার মতো একটা এগজিবিশন। বিদেশি ছবি দেখা তো ছিলই। তবে এ দিনের সেরা পাওনা গগনেন্দ্র প্রদর্শশালায় একটি অনবদ্য এগজিবিশন। বিষয়, ক্যামেরার একাল-সেকাল। সবিস্তার পড়তে ক্লিক করুন

দেশবিদেশের সিনেমা-নাবিকেরা নোঙর ফেলুক কলকাতায়

পৃথিবীর ক্যানভাসে রং, শব্দ আর দৃশ্য নিয়ে ফেরা এক নাবিক। মাঝেমধ্যে নোঙর ফেলি দেশে-বিদেশে, সিনেমার পসরা সাজিয়ে বসা কোনও এক মেলায়...নিজের ডালা সাজিয়ে বসি, নিজের সৃষ্টি দেখাই...অন্যের ডালায় কী পসরা তা-ও দেখি। সবিস্তার পড়তে ক্লিক করুন

মেয়েদের অস্থিরতা ও নির্যাতনের ভিন্নরূপ নিয়েই মার্তার ছবি

মার্তা ইউরোপের অন্যতম শ্রেষ্ঠ পরিচালকদের মধ্যে একজন। কান, বার্লিন, ভেনিস, মস্কো-সহ পৃথিবীর প্রায় সব বড় ফেস্টিভ্যালে ওঁর ছবি দেখানো হয়েছে। হয়েছে প্রশংসিত। অনেক ছবি পুরস্কৃত হয়েছে। সবিস্তার পড়তে ক্লিক করুন

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন