Entertainment News

মেয়ের ডিএনএ টেস্ট নিয়ে ফারহাকে কী জবাব দিলেন চাঙ্কি?

ঘটনার পর থেকেই বলিউডে গুঞ্জন ছিল, মেয়েকে নিয়ে ফারহার এমন মন্তব্যে নাকি বেজায় চটেছেন চাঙ্কি। দীর্ঘ দিনের বন্ধুর কাছ থেকে এমন কথা নাকি স্বপ্নেও আশা করেননি অভিনেতা। তবে আসল ঘটনা কিন্তু অন্য।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০১ সেপ্টেম্বর ২০১৭ ১৭:১৪
Share:

মেয়ে অনন্যার সঙ্গে চাঙ্কি পাণ্ডে। ছবি: চাঙ্কি পাণ্ডের টুইটার পেজের সৌজন্যে।

চাঙ্কি পাণ্ডের মেয়ে এত সুন্দরী! হ্যাঁ, কয়েক দিন আগে কার্যত এমন প্রশ্নই তুলেছিলেন কোরিওগ্রাফার ফারহা খান। ইনস্টাগ্রামে চাঙ্কির মেয়ে অনন্যার একটি ছবির নীচে লিখেছিলেন, ‘‘একটা ডিএনএ টেস্ট কর প্লিজ…চ্যাঙ্কির মেয়ে হিসেবে ও বড্ড বেশি সুন্দর।”

Advertisement

❤️

❤️

Advertisement

ঘটনার পর থেকেই বলিউডে গুঞ্জন ছিল, মেয়েকে নিয়ে ফারহার এমন মন্তব্যে নাকি বেজায় চটেছেন চাঙ্কি। দীর্ঘ দিনের বন্ধুর কাছ থেকে এমন কথা নাকি স্বপ্নেও আশা করেননি অভিনেতা। তবে আসল ঘটনা কিন্তু অন্য।

আরও পড়ুন, বলিউডের এই মেকআপ আর্টিস্টরা এক বার সাজাতে কত টাকা নেয় জানেন?

আরও পড়ুন, বন্ধই হয়ে গেল ‘দ্য কপিল শর্মা শো’!

হিন্দুস্তান টাইমসের খবর অনুযায়ী, চাঙ্কি নাকি ফারহার ওই মন্তব্যে মোটেও চটে যাননি। বরং বেশ সতর্ক ভাবেই জবাব পাল্টা দিয়েছেন তিনি। চাঙ্কি নাকি বলেছেন, ‘‘ফারহা আমার অনেক পুরনো বন্ধু। আমি জানি আসলে ও কী বলতে চেয়েছে। ঘুরিয়ে অনন্যাকে সুন্দরী বলতেই এমন মন্তব্য ফারহার।...’’

ফারহাকে জবাব দিয়ে চাঙ্কি আবার বলেছেন, ছোটবেলায় নাকি ফারহা তাঁকে পছন্দ করতেন। তাঁদের এমনই মজার বন্ধুত্ব ছিল যে, ইয়ার্কি করে চাঙ্কিও ফারহাকে নিজের ডিএনএ টেস্ট করানোর কথা বলতেন। কারণ, অভিনেতার বাবা-মা দু’জনেই ডাক্তার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement