Lawrence Bishnoi Gang

লরেন্স বিশ্নোই গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার হাওড়া স্টেশনের কাছে! কবাডি খেলোয়াড় খুনে অভিযুক্ত তিনমূর্তি কলকাতায় ছিলেন?

হাওড়া সিটি পুলিশ সূত্রে খবর, পঞ্জাবের তিন দুষ্কৃতীকে ধরে গোলাবাড়ি থানার পুলিশ। ধৃতদের নাম করণ পাঠক, তরণদীপ সিংহ এবং আকাশদীপ সিংহ।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২৬ ১৪:২৮
Share:

লরেন্স বিশ্নোই। —ফাইল চিত্র।

কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিশ্নোই দলের তিন সদস্যকে হাওড়া স্টেশনচত্বর থেকে পাকড়াও করল পুলিশ। হাওড়া সিটি পুলিশ সূত্রে খবর, পঞ্জাবের তিন দুষ্কৃতীকে ধরে গোলাবাড়ি থানার পুলিশ। ধৃতদের নাম করণ পাঠক, তরণদীপ সিংহ এবং আকাশদীপ সিংহ।

Advertisement

পঞ্জাবের অপরাধচক্রের সঙ্গে জড়িত ওই তিন জনের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। ধৃত তিন জনই পঞ্জাবের বাসিন্দা। সেখানকার কবাডি খেলোয়াড় রানাবালা চৌর খুনে নাম জড়ায় এঁদের। সেই থেকে পঞ্জাব পুলিশের এসটিএফ তিনমূর্তিকে খুঁজছিল। গত ১৫ ডিসেম্বর কবাডি খেলোয়াড় খুনের পরে তিন অভিযুক্ত গ্যাংটক হয়ে কলকাতায় গিয়ে গা ঢাকা দিয়েছিলেন বলে জানা গিয়েছে। তবে তড়িঘড়ি এখান থেকে পালানোর চেষ্টায় ছিলেন তাঁরা। সে জন্য রবিবার রাতে তাঁরা হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরে অন্য কোথাও পালানোর ছক কষছিলেন। বিভিন্ন সূত্র মারফত এই খবর পেয়ে গোলাবাড়ি থানার পুলিশের সঙ্গে যোগাযোগ করে পঞ্জাব এসটিএফ।

সূত্রমাফিক খবর পেয়ে তক্কে তক্কে ছিল হাওড়া সিটি পুলিশ। রাতে স্টেশনচত্বর থেকেই চিহ্নিত করা হয় বিশ্নোই গ্যাংয়ের তিন সদস্যকে। তদন্তকারীরা নিশ্চিত করেছেন, ধৃতেরা প্রত্যেকেই কুখ্যাত বিশ্নোই গ্যাংয়ের সদস্য।

Advertisement

উল্লেখ্য, পঞ্জাবি গায়ক সিধু মুসে ওয়ালা হত্যাকাণ্ড থেকে অভিনেতা সলমন খানকে হত্যার হুমকি— বিগত কয়েক বছরে বিভিন্ন অপরাধের সঙ্গে নাম জড়িয়েছে বিশ্নোই গ্যাংয়ের। বছরের পর বছর ধরে তোলাবাজি, চোরাকারবারি এবং চুক্তি হত্যা-সহ বিস্তৃত অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠেছে ওই গ্যাংয়ের বিরুদ্ধে। নিজে জেলে থাকা সত্ত্বেও বিশ্নোই তাঁর অপরাধের ‘সাম্রাজ্য’ চালিয়ে যাচ্ছেন। এমনকি, সুদূর কানাডাতেও তাঁর গ্যাংয়ের সদস্যেরা নানা বিশিষ্ট লোকজনকে খুনের হুমকি দিয়েছেন, গুলিও চালিয়েছেন। সম্প্রতি কৌতুকশিল্পী কপিল শর্মাকে খুনের হুমকি দিয়েছে ওই গ্যাং। বিদেশে কপিলের ক্যাফেতেও হামলা চলেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement