ভিনের কানে কানে কী বললেন দীপিকা?

ছবিটা দেখুন। চমকে যাবেন, গ্যারান্টি। প্রিয়ঙ্কা চোপড়ার পর হলিউডে সাফল্যের সিঁড়িতে দীপিকা পাড়ুকোনও যে জমিয়ে মস্তানি করছেন ছবিটা দেখলেই তা আরও একবার বুঝতে পারবেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ মার্চ ২০১৬ ১৪:০০
Share:

ভিনের শেয়ার করা সেই ছবি।— ইন্সটাগ্রামের সৌজন্যে।

ছবিটা দেখুন। চমকে যাবেন, গ্যারান্টি। প্রিয়ঙ্কা চোপড়ার পর হলিউডে সাফল্যের সিঁড়িতে দীপিকা পাড়ুকোনও যে জমিয়ে মস্তানি করছেন ছবিটা দেখলেই তা আরও একবার বুঝতে পারবেন। সম্প্রতি ‘ট্রিপল এক্স’-এর এই নতুন ছবিটি শেয়ার করেছেন ভিন ডিজেল। যেখানে ভিনের কানে কানে কিছু বলছেন দীপিকা।

Advertisement

কিন্তু কী বলছেন?

না! সেটা বলেননি ভিন। বরং মজা করে বলেছেন, সেটা জানতে গেলে ছবির মুক্তি পর্যন্ত অপেক্ষা করতে হবে।

Advertisement

দু’বছর আগে ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস সেভেন’-এর হাত ধরেই হলিউডে পা রাখার সুযোগ পেয়েছিলেন দীপিকা। তখন সময় দিতে পারেননি তিনি। কিন্তু এ বার আর সুযোগ হাতছাড়া করেননি নায়িকা। বরং চুটিয়ে অভিনয় করছেন। প্রশ্ন একটাই, হলি-স্ক্রিনের মার্কশিটে কি প্রিয়ঙ্কাকে ছাপিয়ে যাবেন দীপিকা?

আরও পড়ুন, জন্মদিনে দীপিকাকে বিয়ের প্রস্তাব দিলেন রণবীর!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement