Kali Puja 2025

দেব দেন বেনারসি, অপরাজিতা রুপোর তোড়া! কোন কালী প্রতিমাকে সাজাতে উপহার পাঠাচ্ছেন তারকারা?

প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, দেব, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, শোভন চট্টোপাধ্যায়, বৈশাখী বন্দ্যোপাধ্যায় থেকে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়— দেবীর কাছে প্রার্থনা জানাতে এসেছেন।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০২৫ ১৪:১৫
Share:

নৈহাটির বড়মা-এর কাছে দেব, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ছবি: সংগৃহীত।

সত্তরের দশক। তখন উত্তর কলকাতার ফাটাকেষ্টর কালীপুজোর প্রচণ্ড রমরমা। শোনা যায়, উত্তমকুমার প্রায় প্রতি বছর সেই পুজোয় যেতেন। আবার এও শোনা যায়, ‘দো অনজানে’র শুটিং করতে এসে ফাটাকেষ্টর অনুরোধ ফেরাতে পারেননি স্বয়ং অমিতাভ বচ্চন। রাতে তাঁর পুজোয় এসেছিলেন বলিউডের ‘শাহেনশা’। অনুষ্ঠানের মঞ্চে উঠে ‘নমক হারাম’ ছবির সংলাপ শুনিয়েছিলেন। দেবীকে উপহার দিয়েছিলেন হিরের নাকছাবি।

Advertisement

শুধু এই দুই তারকা নন, বিনোদ খন্না, রাজেশ খন্না-সহ বাংলার অন্য তারকাদের আনাগোনা ছিল সেই পুজোয়। তাঁরা এসে মানত করতেন। পূরণ হলে দেবী সেজে উঠতেন সোনার জিভ, টিপ, সোনার ভারী গয়নায়। জমা পড়ত রাশি রাশি বেনারসি, নগদ অর্থ।

নৈহাটির বড়মা-এর মন্দিরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত।

গত কয়েক বছর ধরে প্রায় একই ছবি দেখা যাচ্ছে নৈহাটির বড়মায়ের মন্দিরে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, দেব, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, শোভন চট্টোপাধ্যায়, বৈশাখী বন্দ্যোপাধ্যায় থেকে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়— দেবীর কাছে প্রার্থনা জানাতে এসেছেন।

Advertisement

সংকল্প পূরণ হলে প্রতিমাকে কী দিয়ে সাজিয়েছেন তাঁরা? এ বছরের কালীপুজোয় কোন কোন তারকাদের উপহারে সাজবেন দেবী?

‘রঘু ডাকাত’-এর মুক্তির আগে মন্দিরে ইধিকা পাল এবং দেব। ছবি: সংগৃহীত।

জানতে আনন্দবাজার ডট কম যোগাযোগ করেছিল মন্দিরের সম্পাদক তাপস ভট্টাচার্যের সঙ্গে। তিনি জানিয়েছেন, এ বছর অপরাজিতা আঢ্য রুপোর তোড়া পাঠিয়েছেন দেবীর জন্য। পুজোর দিন প্রতিমার পায়ে পরিয়ে দেওয়া হবে সেই গয়না। দেবের পরপর তিনটি ছবি ‘খাদান’, ‘ধূমকেতু’, ‘রঘু ডাকাত’ বাণিজ্যসফল। সাংসদ-অভিনেতা দেবীর জন্য পাঠিয়েছেন বহুমূল্য বেনারসি শাড়ি।

দেবী কি তা হলে ওই দিন দেবের বেনারসি পরবেন? প্রশ্ন শুনে তাপস বললেন, “এ দিন দেবীর অনেক বড় মূর্তি পূজিত হয়। তাই সকলের দেওয়া বেনারসি দেবীর পিছনে টাঙিয়ে দেওয়া হয়। সেই ছবি তুলে পাঠিয়ে দেওয়া হয় ভক্তের কাছে।” আরও জানিয়েছেন, শুধুই অপরাজিতা নন, বাংলা ছবির অনেক জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীই মানত পূরণ হলে গয়না পাঠান দেবীকে। যেহেতু সরাসরি উপহার দানের ব্যবস্থা নেই, প্রণামীর বাক্সে টাকা বা গয়না দেওয়ার নিয়ম, তাই অনেকেরই নাম জানা যায় না।

পরিচালক শুভ্রজিৎ মিত্র, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায় বড়মা-এর কাছে। ছবি: সংগৃহীত।

যেমন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। একাধিক বার গিয়েছেন এই মন্দিরে। বেনারসি শাড়ি উপহার দিয়েছেন দেবী প্রতিমাকে। তাঁর প্রার্থনাপূরণ হয়েছে বলেই পুজোর ছবি ‘দেবী চৌধুরাণী’ মুক্তির আগে তিনি শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং ছবির পরিচালক শুভ্রজিৎ মিত্রকে নিয়ে পৌঁছে গিয়েছিলেন পুজো দিতে, জানিয়েছেন মন্দিরের সম্পাদক। একই ভাবে এখানে এসেছেন যিশু সেনগুপ্ত। আবার ‘ধুমকেতু’ মুক্তির সময় শুভশ্রী, ‘রঘু ডাকাত’ মুক্তির সময় ইধিকা পালকে নিয়ে এসেছিলেন দেব।

যদিও সম্পাদকের দাবি, বড়মা শুধু তারকাদের নন, সকলের। তাঁর কাছে খ্যাতনামী, অখ্যাত— সবাই সমান। মন থেকে ডাকলে তিনি সাড়া দেন সবার ডাকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement