কঙ্কনা সেনশর্মার জন্মদিনে পরিচালক সুমন ঘোষ, পরিচালক-অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
কঙ্কনা সেনশর্মা। পরিচালক, অভিনেত্রী। অপর্ণা সেনের মেয়ে। বুধবার তাঁর জন্মদিন। কঙ্কনার অভিনয় এবং পরিচালনা সমালোচক-দর্শক প্রশংসিত। ‘ব্যক্তি’ কঙ্কনা কেমন?
পরমব্রত-কঙ্কনা, বাংলা ছবি ‘কাদম্বরী’, হিন্দি সিরিজ় ‘মুম্বই ডায়েরিজ় ২৬/১১’ এবং হিন্দি ছবি ‘রামপ্রসাদ কি তেহেরভি’-তে একসঙ্গে অভিনয় করেছেন। তিন জনকে জুড়ে দিয়েছে সুমনের ‘কাদম্বরী’। সুমন এই ছবির পরিচালক। পরমব্রত কঙ্কনার সহ-অভিনেতা। এঁরা ‘ব্যক্তি কঙ্কনা’কে কতটা চেনেন? জন্মদিনের আগের দিন আনন্দবাজার ডট কম প্রশ্ন করেছিল দু’জনকেই। কী বলছেন তাঁরা?
সুমন এবং পরমব্রতের হালকা অনুযোগ, কঙ্কনার পরিচালকসত্তা খুবই কম ব্যবহৃত। পরমব্রত যেমন বলেছেন, “কঙ্কনা তখনই ছবি পরিচালনা করে, যখন অন্য কাজ কম থাকে।” সুমন জানিয়েছেন, মানুষটা যে ভীষণ সৎ সেটা ওঁর অভিনয়ে, পরিচালনার ছত্রে ছত্রে ফুটে ওঠে। ‘এ ডেথ ইন দ্য গঞ্জ’ হোক বা ‘লাস্ট স্টোরিজ় ২’— কঙ্কনা মুনশিয়ানার ছাপ রেখেছেন। বরং দু’জনেই তাঁর অভিনেতাসত্তা নিয়ে সন্তুষ্ট। পরমব্রতের কথায়, “হিন্দি বলুন বা বাংলা— উভয় ভাষাতেই ভাল ভাল কাজ করেছে কঙ্কনা। পরিচালকসত্তা থেকে ওর অভিনেতাসত্তা বরং বহুল ব্যবহৃত।” একই কথা সুমনেরও। তিনি বলেছেন, “আমার একটি ছবিতেই কাছ থেকে দেখেছি। চরিত্র বুঝে গভীরে গিয়ে অভিনয় করে। সৎ অভিনেতার লক্ষণ এটাই।”
‘কাদম্বরী’ ছবিতে কঙ্কনা সেনশর্মা, পরমব্রত চট্টোপাধ্যায়। ছবি: সংগৃহীত।
অপর্ণা সেনের মেয়ে হওয়ার সুবাদে কঙ্কনা অভিনয় দুনিয়ায় নিশ্চয়ই বাড়তি সুযোগ-সুবিধা পেয়েছেন? বিশেষ করে বলিউডে। না কি অভিনয় করতে গিয়ে ওই পরিচয়টাই তাঁর বড় ‘ব্যাগেজ’ হয়েছিল?
ওই বিশেষ তকমা যে তাঁকে বাড়তি কোনও সুবিধা দেয়নি, সেটা জোরগলায় দাবি করেছেন সুমন-পরমব্রত। সুমনের মতে, “দিল্লি কলেজে বড় হয়ে ওঠা মেয়েটি ‘অপর্ণা সেন’-এর মেয়ে বলে কোনও বাড়তি সুবিধা পায়নি। একই ভাবে, বলিউডে এই পরিচয় বাড়তি সম্ভ্রম ছাড়া আর কিচ্ছু দেয়নি। যাঁরা বাইরে থেকে দেখেন, তাঁরা বুঝতে পারেন না, মুম্বই কঠিন ঠাঁই। এখানে নিজেকে প্রমাণ করতে হয়। কঙ্কনাও সেটা করেছে।” একই বক্তব্য পরমব্রতেরও। তিনি বলেছেন, “অপর্ণা সেনের মেয়ে বলে রণবীর কপূরের বিপরীতে ‘ওয়েক আপ সিড’ বা হিন্দি ‘সানগ্লাস’-এ নাসিরুদ্দিন শাহ, জয়া বচ্চন, আর মাধবনের সঙ্গে পর্দাভাগ করেনি। সবটাই ওর যোগ্যতায়।” অর্থাৎ, ‘অপর্ণা সেন’ কোনও ভাবেই কঙ্কনার ‘ব্যাগেজ’ নন।
এক ফ্রেমে পরিচালক সুমন ঘোষ, কঙ্কনা সেনশর্মা, অপর্ণা সেন। ছবি: সংগৃহীত।
শিক্ষিত পরিবারে বেড়ে ওঠা মেয়েটি আদ্যন্ত ছিমছাম। কখনও, কোনও কিছুতে মাত্রাবোধ হারান না— জানিয়েছেন ‘কাদম্বরী’ ছবির অভিনেতা। খেতে ভালবাসেন, গুছিয়ে খাওয়াদাওয়াও করেন। পরিচালক জানিয়েছেন, ভাল বই পড়লে কঙ্কনা তাঁকেও সেই বই পড়ার অনুরোধ জানিয়েছেন। কারও ব্যক্তিগত বিষয়ে নাকগলানো পছন্দ করেন না। তাই ‘সংসারী কঙ্কনা’ বা ‘একা মা কঙ্কনা’র চেয়েও তাঁদের বেশি পরিচিত পরিচালক-অভিনেত্রীর কেজো সত্তা।