What Is The Next Of Director Jayabrata Das

‘দি অ্যাকাডেমি’র মুক্তিজট কাটতেই পরের ছবি নিয়ে মুখ খুললেন পরিচালক জয়ব্রত! এ বার কী?

প্রথম ছবির মুক্তি কি অক্সিজেন জোগালো নতুন পরিচালককে? আবার কি সাহস করে ছবি বানাবেন? জানালেন আনন্দবাজার ডট কম-কে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২১ নভেম্বর ২০২৫ ১৩:০২
Share:

পরিচালক জয়ব্রত দাসের আগামী ছবি কী? ছবি: ফেসবুক।

রাত জেগে চেনা-পরিচিতদের প্রথম ছবি দেখার আমন্ত্রণ পাঠাচ্ছেন। ছবিমুক্তির আগে কী কী ঝলক সকলের সঙ্গে ভাগ করে নেবেন, তার দায়িত্বও নিজ কাঁধে তুলে নিয়েছেন। ‘দি অ্যাকাডেমি অফ ফাইন আর্টস’-এর পড়ুয়া পরিচালক জয়ব্রত দাস কি আনন্দে মেঘমুলুকে?

Advertisement

আনন্দবাজার ডট কম-এর সঙ্গে শেষমুহূর্তের আনন্দ ভাগ করে নিয়েছেন তিনি। কথায় কথায় জানিয়েছেন, পরের ছবির চিত্রনাট্যও তৈরি। ‘দি অ্যাকাডেমি’র মুক্তির পর হাল্কা মনে জয়ব্রত আগামী ছবি নিয়ে ভাবনাচিন্তা শুরু করবেন। তাঁর দ্বিতীয় ছবির বিষয় কী? পরিচালকের কথায়, “১৯৯৯ সালের এক বর্ষণমুখর শীতের কলকাতা আমার পরের ছবির বিষয়। এই প্রেক্ষাপটে একটি ক্রাইম থ্রিলার তৈরি করব ভাবছি।”

এ বারেও কি পড়ুয়ারা মিলেই ছবি বানাবেন? প্রশ্ন শুনে জোরে হেসে উঠেছেন জয়ব্রত। বলেছেন, “এখনও কিছুই ঠিক হয়নি। সবে চিত্রনাট্যের ফাইনাল ড্রাফ্‌ট করে উঠলাম। এখনও অভিনেতা বা বাদবাকি কোনও বিষয় নিয়ে কিচ্ছু ভাবিনি।” তবে ছবিমুক্তির আগে ফেডারেশন এবং সংগঠনের সভাপতি স্বরূপ বিশ্বাসের সঙ্গে আলোচনায় বসবেন, সে কথা জানাতেও ভোলেননি।

Advertisement

প্রসঙ্গত, ফেডারেশনের নির্দেশ মেনে ছবির প্রযোজক প্রতীক চক্রবর্তী টেকনিশিয়ানদের বকেয়ার ৫০ শতাংশ মিটিয়ে দেওয়ার পরেই ছবিমুক্তির জট কাটে। বকেয়া পাওনা না মেটানোর কারণেই ‘দি অ্যাকাডেমি...’ ছবির মুক্তি আটকে ছিল। বাকি বকেয়া নিজ দায়িত্বে মিটিয়ে দিয়েছেন পরিবেশক শতদীপ সাহা। ফলে, নির্দিষ্ট দিনের এক সপ্তাহ পরে ছবিমুক্তি ঘটছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement