Sharley Modak

‘সে এখন অন্য কারও স্ত্রী’, শার্লি-অভিষেকের ‘গোপন’ বিয়ের পরে কী বললেন নায়িকার প্রাক্তন?

২৯ এপ্রিল সাদামাঠা ভাবে আইনি বিয়ে সেরেছেন অভিনেতা অভিষেক দাস এবং অভিনেত্রী শার্লি মোদক। বিয়ের কথা জানার পর কী বললেন নায়িকার প্রাক্তন?

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০২ মে ২০২৫ ১৪:১৩
Share:

(বাঁ দিকে) মৃত্যুঞ্জয় ভট্টাচার্য। শার্লি মোদক (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

দু’দিন হল সংসার পেতেছেন অভিনেতা অভিষেক বসু এবং অভিনেত্রী শার্লি মোদক। কাক-পক্ষীতেও টের পায়নি তাঁদের বিয়ের কথা। সিঁদুর দানের পর তাঁদের এক ঝলক দেখার জন্য যেমন দর্শক মনে কৌতূহল তৈরি হয়েছিল। বিয়ের আগে আরও দুই অভিনেত্রীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন অভিনেতা। অন্য দিকে শার্লিরও ছিল দীর্ঘ দিনের প্রেম। অভিনেত্রী হওয়ার আগে থেকেই ছিল তাঁদের সম্পর্ক। পেশায় ইঞ্জিনিয়ার অভিনেত্রীর প্রাক্তন প্রেমিক। নাম মৃত্যুঞ্জয় ভট্টাচার্য। চাকরির পাশাপাশি তিনি মঞ্চে অভিনয়ও করেন। অভিষেক-শার্লির বিয়ের পরেই সমাজমাধ্যমের পাতায় একটি পোস্ট দেন তিনি। তাঁর সেই লেখাকে কেন্দ্র করে আলোচনা আরও বেড়েছে।

Advertisement

আর তাতেই তিনি বিরক্ত, এমনটাই আনন্দবাজার ডট কমকে জানালেন মৃত্যুঞ্জয়। শার্লির বিয়ে হওয়ার পর থেকে তাঁর কাছে একের পর এক ফোন এসেই চলেছে। আর ভাল লাগছিল না তাঁর। তিনি বললেন, “প্রত্যেকের জীবনেই একটা অতীত থাকে। সেটা নিয়ে কাটাছেঁড়া না করাই ভাল। বিয়ের মতো এত বড় একটা সিদ্ধান্ত নিশ্চয় বুঝেই নিয়েছে ওরা। শার্লির সঙ্গে আমার নাম জড়াক আর চাই না ।”

জলপাইগুড়ি থেকে অভিনেত্রীর সঙ্গে প্রেম মৃত্যুঞ্জয়ের। তখনও ছোট পর্দার চেনা মুখ হয়ে ওঠেননি অভিনেত্রী। দীর্ঘ দিন সম্পর্কের পর তাঁদের সম্পর্ক ভাঙার কথা মাঝে শোনা গেলেও তার পরে সব কিছু আবার ঠিক করে নিয়েছিলেন দু’জনেই। কিন্তু শেষ পর্যন্ত সেই সম্পর্ক পরিণতি পায়নি। শার্লি এবং মৃত্যুঞ্জয় নিজেদের পথ বেছে নিয়েছেন। অভিনেত্রীর প্রাক্তন বলেন, “অনেকেই আমায় জিজ্ঞেস করছেন যে আমি ঠিক আছি কিনা? কেন খারাপ থাকব এটাই বুঝতে পারছি না। আর সে এখন অন্য কারও স্ত্রী। আর আমার সঙ্গে নাম জড়ানোর কোনও মানেই নেই।” নিজের ফেসবুকে লিখেছেন মৃত্যুঞ্জয়, “সবার কাছে একটাই অনুরোধ যারা ভাল থাকতে চাইছে তাদের ভাল থাকতে দিন, সে যে ভাবেই হোক। আমি খুব ভাল আছি। আমায় নিয়ে ভাবার জন্য ধন্যবাদ।” তবে শার্লির সঙ্গে বিচ্ছেদের পর মৃত্যুঞ্জয় কি নতুন কোনও সম্পর্কে জড়িয়েছেন? তা নিয়ে কোনও উত্তর দিতে চাননি তিনি।

Advertisement

জলপাইগুড়িতে অভিনেত্রীর প্রাক্তন প্রেমিকের বাড়ি। পেশায় তিনি ইঞ্জিনিয়ার। কিন্তু সেই সঙ্গে মঞ্চে অভিনয়ও করেন। অভিনয় যাত্রা শুরুর আগে থেকেই মৃত্যুঞ্জয় ভট্টাচার্যর সঙ্গে সম্পর্কে ছিলেন শার্লি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement