Entertainment News

করিনার জন্মদিনে কী করছে তৈমুর?

বৃহস্পতিবার ৩৭ বছর পূর্ণ করলেন করিনা। বয়স যদিও তাঁর কাছে নিতান্ত একটা সংখ্যা মাত্র। আর এই অকেশনে পার্টি তো বনতা হ্যায়…।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০১৭ ১২:৪৯
Share:

ছেলের সঙ্গে করিনা। ছবি: ইনস্টাগ্রাম পেজের সৌজন্যে।

মায়ের জন্মদিন। কিন্তু ছেলে এতটাই ছোট, এখনও তার তা বোঝার বয়সই হয়নি। তবে মায়ের জন্মদিনে স্পেশাল একটা কাজ সে করে ফেলেছে। নিশ্চয়ই ভাবছেন, কোন মা-ছেলের কথা বলা হচ্ছে? উত্তরটা খুব সহজ। করিনা কপূর ও তৈমুর আলি খান।

Advertisement

আরও পড়ুন, রুক্মিণীর সঙ্গে কম্পিটিশন? কোয়েল বললেন…

বৃহস্পতিবার ৩৭ বছর পূর্ণ করলেন করিনা। বয়স যদিও তাঁর কাছে নিতান্ত একটা সংখ্যা মাত্র। আর এই অকেশনে পার্টি তো বনতা হ্যায়…। কিন্তু মায়ের জন্মদিনে তৈমুর নিজেকে নিয়েই ব্যস্ত। ঘাসের ওপর পা ছড়িয়ে বসে হলুদ ফুল নিয়ে খেলছে সে। ইনস্টাগ্রামে এই ছবিটা শেয়ার হতেই যেন সমস্ত ফোকাস কেড়ে নিয়েছে ছোটে নবাব।

Advertisement

আরও পড়ুন, ‘ককপিট’-এ আড্ডায় দুই রুক্মিণী!

বলি সূত্রের খবর করিনার জন্মদিনে পার্টির আয়োজন করেছেন সইফ নিজেই। ঘনিষ্ঠ বন্ধু ও আত্মীয়দের সঙ্গে নিয়ে সেলিব্রেট করবেন তাঁরা। তবে করিনাকে কী স্পেশ্যাল গিফট দিলেন সইফ তা অবশ্য খোলসা করেননি। !! ! 😍🔥 (_)

!! ! 😍🔥

(_)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement