Viral Video

খেলতে গিয়ে পাহাড়ি রাস্তায় গড়িয়ে পড়ল বালক, ভাইয়ের বিপদ দেখে সাইকেল ফেলে দৌড় দিল দাদা, ভাইরাল ভিডিয়ো

দুই বালক তাদের বাড়ির সামনে সাইকেল চালাচ্ছিল। পাহাড়ি রাস্তায় গিয়ে আবার সাইকেল ঘুরিয়ে বাড়ির দিকে যাচ্ছিল তারা। সাইকেল নিয়ে এই খেলায় মত্ত ছিল দুই ভাই।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৫ ১০:৪১
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

সকাল সকাল দুই ভাই মিলে বাড়ির সামনে সাইকেল চালাতে বেরিয়ে পড়েছিল। বাড়ির সামনে ফাঁকা জায়গায় সাইকেল চালাচ্ছিল তারা। কখনও আবার পাহাড়ি রাস্তার দিকে কিছুটা এগিয়ে আবার সাইকেল ঘুরিয়ে বাড়ির দিকে যাচ্ছিল দু’জনে। দাদার সঙ্গে পাল্লা দেওয়ার জন্য ভাইও জোরে সাইকেল চালিয়ে রাস্তার দিকে চলে যায়। কিন্তু সঠিক সময়ে ব্রেক কষতে পারে না সে। পাহাড়ি রাস্তার ধার থেকে গড়িয়ে পড়ে যায় ওই বালক। ভাইয়ের বিপদ দেখে সাইকেল ফেলে সেখানে ছুটে যায় দাদা। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এই ঘটনার সিসিটিভি ফুটেজের ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘শ্রীসত্য’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, দুই বালক তাদের বাড়ির সামনে সাইকেল চালাচ্ছিল। পাহাড়ি রাস্তায় গিয়ে আবার সাইকেল ঘুরিয়ে বাড়ির দিকে যাচ্ছিল তারা। সাইকেল নিয়ে এই খেলায় মত্ত ছিল দুই ভাই। হঠাৎ সাইকেল চালাতে গিয়ে রাস্তা থেকে নীচে গড়িয়ে পড়ে যায় ভাইটি। ভাইয়ের বিপদ দেখে সঙ্গে সঙ্গে সাইকেল ফেলে সেখানে দৌড়ে যায় তার দাদা। ঘটনাস্থলে ছুটে যান কয়েক জন স্থানীয়ও।


সাইকেল থেকে পড়ে গিয়ে সামান্য চোট পেয়েছিল বালকটি। বরাতজোরে বড় বিপদের হাত থেকে বেঁচে যায় সে। এই ঘটনাটি কবে এবং কোথায় ঘটেছে তা জানা যায়নি। তবে ভিডিয়োটি দেখে দাদার প্রশংসা করেছেন নেটাগরিকদের একাংশ। এক জন লিখেছেন, ‘‘ভাইয়ের বিপদ দেখে সব ফেলে সে দিকে ছুটে গিয়েছে সে। সে তো নিজেও কমবয়সি। এমন পরিস্থিতিতে ভয় না পেয়ে যথেষ্ট সাহস দেখিয়েছে সে। ভাইয়ের প্রতি অমোঘ ভালবাসা না থাকলে এমনটা হয় না। তার ভাইও বড় বিপদের হাত থেকে রক্ষা পেল।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement