New Movie Of Dev

‘প্রজাপতি ২’ মুক্তির আগেই দেবের আগামী ছবির খবর ফাঁস! এ বার কোন রূপে তিনি? নায়িকাই বা কে?

‘প্রজাপতি ২’ মুক্তির আগেই দেবের আগামী ছবির খবর ফাঁস! এ বার কোন রূপে তিনি? নায়িকাই বা কে? আপাতত আলোচনায় দেব। বড়দিনে মুক্তি পাচ্ছে তাঁর ‘প্রজাপতি ২’। তার আগেই জানা গেল তাঁর পরের ছবির সম্ভাব্য বিষয়।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৫ ২০:১৫
Share:

এ বার দেব কোন রূপে? ছবি: ফেসবুক।

একের পর এক খবরের শিরোনামে দেব। বড়দিনে জন্মদিন তাঁর। গত কয়েক বছর ধরে ওই সময়ে মুক্তি পাচ্ছে তাঁর ছবি। এ বছর সেই তালিকায় ‘প্রজাপতি ২’। দিন যত এগোচ্ছে, ছবির প্রচারও জোরদার। তার মধ্যেই টলিউডে গুঞ্জন, অগস্টে দেব নাকি পদ্মশ্রী ‘অ্যাম্বুল্যান্স দাদা’ হয়ে বড়পর্দায় ফিরবেন!

Advertisement

সবিস্তার জানতে আনন্দবাজার ডট কম যোগাযোগের চেষ্টা করেছিল প্রযোজক-নায়কের সঙ্গে। ফোনে তিনি অধরা।

এ দিকে টলিউডে এ-ও শোনা যাচ্ছে, তাঁর আগামী ছবির নায়িকাও নাকি প্রাথমিক ভাবে নির্বাচিত। এ বারেও নায়ক তাঁর বিপরীতে ছোটপর্দার জনপ্রিয় এক নায়িকাকেই পছন্দ করেছেন। সব ঠিক থাকলে তাঁর পরের ছবির সম্ভাব্য নায়িকা নাকি ছোটপর্দার অঙ্কিতা মল্লিক! যদিও এ বিষয়ে মুখে খোলেননি অভিনেত্রী।

Advertisement

‘অ্যাম্বুল্যান্স দাদা’ বা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র আসল নাম করিমূল হক। এলাকার বাসিন্দাদের সেবাকর্মে নিজেকে নিয়োজিত করেছিলেন জলপাইগুড়ির করিমূল। নিজের বাইককে তিনি ‘বাইক অ্যাম্বুল্যান্স’-এ রূপান্তরিত করেছিলেন। প্রত্যন্ত গ্রামের দুঃস্থ, অসুস্থ রোগীকে বিনামূল্যে হাসপাতালে পৌঁছে দিতেন তিনি। নিঃস্বার্থ সেবার জন্য ২০১৭-য় তিনি ‘পদ্মশ্রী’ সম্মানে ভূষিত হন। শোনা যায়, ১৯৯৫-এ সময়মতো অ্যাম্বুল্যান্স না পাওয়ায় সঠিক চিকিৎসা পাননি করিমূলের মা। যার ফলে তাঁর মৃত্যু হয়। এর পরেই করিমূল নিজের বাইককে ‘অ্যাম্বুল্যান্স’-এ পরিণত করেন। জলপাইগুড়ির চা বাগান এলাকার গরিব শ্রমিকদের দ্রুত হাসপাতালে পৌঁছে দেওয়ার দায়িত্ব নেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement