সলমনের হাতে এনগেজমেন্ট রিং?

রোমানিয়ান গার্লফ্রেন্ড লুলিয়া ভানটুরের সঙ্গে কি প্রেম করছেন সলমন খান? বি-টাউনে এই সম্পর্ক কয়েক মাস আগেও ছিল টক অফ দ্য টাউন। কিন্তু মাঝে বেশ ঝিমিয়ে পড়েছিল সেই গসিপ। ফের গত রবিবার থেকে পেজ-থ্রিতে সলমন-লুলিয়ার সম্পর্ক নিয়ে জল্পনা শুরু হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০১৬ ১২:৪২
Share:

রোমানিয়ান গার্লফ্রেন্ড লুলিয়া ভানটুরের সঙ্গে কি প্রেম করছেন সলমন খান? বি-টাউনে এই সম্পর্ক কয়েক মাস আগেও ছিল টক অফ দ্য টাউন। কিন্তু মাঝে বেশ ঝিমিয়ে পড়েছিল সেই গসিপ। ফের গত রবিবার থেকে পেজ-থ্রিতে সলমন-লুলিয়ার সম্পর্ক নিয়ে জল্পনা শুরু হয়েছে।

Advertisement

কেন জানেন?

আসলে গতকাল দুবাইয়ের একটি গয়নার দোকানে নাকি লুলিয়াকে নিয়ে গিয়েছিলেন ভাইজান। দু’জনে বেশ কিছুক্ষণ শপিং করেন। আর দোকান থেকে বেরোনোর সময় সলমনের হাতে দেখা যায় একটি বড় আংটি। সে থেকেই ফের শুরু হয়েছে সলমন-লুলিয়ার সম্পর্কের জল্পনা।

Advertisement

কয়েক দিন আগে দিল্লিতেও সলমন-লুলিয়াকে একসঙ্গে দেখা গিয়েছিল। সে সময় ‘সুলতান’-এর শুটিংয়ে ব্যস্ত ছিলেন সল্লু মিঞা। আর তাঁর সঙ্গে কোয়ালিটি টাইম কাটাতে ছবির সেটেই নাকি হাজির হয়েছিলেন লুলিয়া।

তা হলে কি লুলিয়ার সঙ্গেই সাতপাকে বাঁধা পড়বেন সলমন? এখনও দু’জনের কেউই প্রকাশ্যে এ নিয়ে মুখ না খুললেও ইন্ডাস্ট্রির একটা বড় অংশ বলছে, ইঙ্গিত সে দিকেই।

আরও পড়ুন, সলমনের কাছে হিন্দি শিখছেন লুলিয়া?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement