Entertainment News

শ্রীকান্তের গ্রেফতারিতে টলিউডে কোনও প্রভাব পড়বে কি?

টলিউডে এসভিএফ-এর বেশ কিছু ছবির কাজ চলছে। বেশ কিছু ছবি রয়েছে মুক্তির অপেক্ষায়। শুধু সিনেমা নয়। ‘হইচই’ প্ল্যাটফর্মে একের পর এক ওয়েব সিরিজ তৈরি করছে এই সংস্থা। টেলি-পাড়াতেও বেশ কিছু সিরিয়াল চলছে এই হাউজের। এসভিএফ-কর্তার গ্রেফতারিতে সেই সব কাজে কোনও প্রভাব পড়বে কি? এ প্রশ্ন উঠছে নানা মহলে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০১৯ ১৮:৩৮
Share:

শ্রীকান্ত মোহতা।—ফাইল চিত্র।

শ্রীবেঙ্কটেশ ফিল্মসের (এসভিএফ) কর্ণধার শ্রীকান্ত মোহতাকে রোজভ্যালি চিটফান্ড মামলায় গ্রেফতার করল সিবিআই। বৃহস্পতিবার টলিউডের প্রভাবশালী হিসেবে পরিচিত ওই প্রযোজককে তাঁর কসবার অফিস থেকে প্রথমে আটক করেন সিবিআই আধিকারিকরা। পরে জিজ্ঞাসাবাদের জন্য সল্টলেকের সিজিও কমপ্লেক্সে নিয়ে গিয়ে সেখানেই গ্রেফতার করা হয় তাঁকে।

Advertisement

টলিউডে এসভিএফ-এর বেশ কিছু ছবির কাজ চলছে। বেশ কিছু ছবি রয়েছে মুক্তির অপেক্ষায়। শুধু সিনেমা নয়। ‘হইচই’ প্ল্যাটফর্মে একের পর এক ওয়েব সিরিজ তৈরি করছে এই সংস্থা। টেলি-পাড়াতেও বেশ কিছু সিরিয়াল চলছে এই হাউজের। এসভিএফ-কর্তার গ্রেফতারিতে সেই সব কাজে কোনও প্রভাব পড়বে কি? এ প্রশ্ন উঠছে নানা মহলে।

আগামী ৮ ফেব্রুয়ারি এসভিএফ-এর ব্যানারে মুক্তি পাবে অঞ্জন দত্তর ‘ফাইনালি ভালবাসা’। অরিন্দম শীলের নতুন ছবি ‘খেলা যখন’-এর শুটিং শুরু হবে। ফ্লোরে যাবে সৃজিত মুখোপাধ্যায়ের ‘গুমনামি’ও। টেলিভিশনে সদ্য শুরু হয়েছে ‘গুড়িয়া যেখানে গুড্ডু সেখানে’র মতো ধারাবাহিক। শ্রীকান্ত গ্রেফতার হওয়ার পর এ সব কাজে কি কোনও প্রভাব পড়তে পারে?

Advertisement

আরও পড়ুন, অফিস থেকে তুলে নিয়ে গিয়ে প্রযোজক শ্রীকান্ত মোহতাকে গ্রেফতার করল সিবিআই

না। এই প্রশ্নে ইন্ডাস্ট্রির কেউই সরাসরি মুখ খোলেননি। তবে টলিপাড়ার বেশিরভাগ সদস্যই মনে করেন, শ্রীকান্ত একটি কোম্পানির প্রতিনিধিত্ব করেন। ওই কোম্পানির সহ-প্রতিষ্ঠাতা মহেন্দ্র সোনি রয়েছেন। ফলে শ্রীকান্তের অনুপস্থিতিতে তিনিই যাবতীয় কাজ দেখভাল করতে পারবেন।

(হলিউড, বলিউড বা টলিউড - টিনসেল টাউনের টাটকা বাংলা খবর পড়তে চোখ রাখুন আমাদের বিনোদনের সব খবর বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন