Marriage Rumour Of Bonny And Koushani

বছরশেষে ফের বিয়ের গুঞ্জন, অবশেষে ছাঁদনাতলায় যাচ্ছেন বনি-কৌশানী? জবাবে কি জানালেন পিয়া

বনি-কৌশানীকে আমরা বিবাহিতই ভাবি! রসিকতা করা জবাব রাহুলের। ছেলের বিয়ে দেওয়ার জন্য উদগ্রীব পিয়াও। তবু কেন সাতপাকে বাঁধা পড়ছেন না যুগলে?

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২১ অক্টোবর ২০২৫ ১৬:৩১
Share:

পিয়া সেনগুপ্ত মুখ খুললেন বনি সেনগুপ্ত-কৌশানী মুখোপাধ্যায়ের বিয়ে নিয়ে। ফাইল চিত্র।

বছর আসে বছর যায়। প্রতি বছর বনি সেনগুপ্ত আর কৌশানী মুখোপাধ্যায়ের বিয়ে নিয়ে গুঞ্জন তৈরি হয়। ২০২৫ প্রায় শেষের পথে। দীপাবলির রাতে একই বিষয় নিয়ে ফের কথা তুললেন অভিনেতা যুগলের কাছের বন্ধু রাহুল মজুমদার। কৌশানীর বাড়ির পুজোয় সস্ত্রীক এসেছিলেন তিনি। সেখানেই বন্ধুর আবদার, এ বার বিয়ে করতেই হবে বনি-কৌশানীকে।

Advertisement

বনি-কৌশানী বিষয়টিকে হেসে পাশ কাটিয়েছেন। কবে তাঁরা সাতপাকে বাঁধা পড়বেন? জানাননি কিচ্ছু। অভিনেত্রী বরং পাল্টা রসিকতা করেছেন। তিনি রাহুলকে জানিয়েছেন, নিজে সাতপাকের বাঁধনে জড়িয়ে হাবুডুবু খাচ্ছেন বলেই কি তাঁদেরও ওই একই দিকে ঠেলছেন!

বদলে ছেলের বিয়ে নিয়ে আনন্দবাজার ডট কম-এর কাছে মুখ খুলেছেন বনির মা পিয়া সেনগুপ্ত। প্রথমে তিনিও রসিকতা করেছেন, “ইদানীং যাত্রা নিয়ে খুবই ব্যস্ত হয়ে পড়েছি। ফলে, ছেলের বিয়ে দেওয়ার সময়ই পাচ্ছি না!” পর ক্ষণেই ‘ইম্‌পা’ সভাপতি পক্ষ নিয়েছেন হবু বৌমা কৌশানীর। পিয়ার কথায়, “পেশাজীবনে কৌশানীর এখন সুসময় যাচ্ছে। একের পর এক নামীদামি পরিচালকের ছবিতে কাজ করছে। জনপ্রিয়তা আরও বাড়ছে। বেচারার দম ফেলার ফুরসত নেই।” কৌশানীর উন্নতির সময়ে তিনি কী করে তাঁর কাঁধে বিয়ের মতো গুরুদায়িত্ব চাপিয়ে দেন! তাঁর মতে, “কৌশানী আমার কন্যাসম। ওকে পরের বাড়ির মেয়ে মনেই করি না। নিজের মেয়ের উন্নতির সময় কি তার বিয়ে দিতাম? কৌশানীর ক্ষেত্রেও একই কারণ প্রযোজ্য।”

Advertisement

তিনি আরও যোগ করেছেন, “একই ভাবে বনিও কাজ করছে। ওদের এখন ভবিষ্যৎ গুছিয়ে নেওয়ার সময়।” তাই যে দিন তাঁর ছেলে এবং হবু বৌমা মনে করবেন, তাঁরা থিতু হবেন, সে দিনই তিনি চার হাত এক করবেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement