Entertainment News

আরাধ্যার মতো আচরণ করো না, ঐশ্বর্যাকে কখন বলেছিলেন অমিতাভ?

সেই ভিডিও ফের ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৭ ১৬:২৬
Share:

অমিতাভ বচ্চন এবং ঐশ্বর্যা রাই বচ্চন।

সম্পর্কে অমিতাভ বচ্চন তাঁর শ্বশুর। কিন্তু বিগ বি-র সঙ্গে বাবা-মেয়ের সম্পর্ক শেয়ার করেন ঐশ্বর্যা রাই বচ্চন। একবার অমিতাভ এক অনুষ্ঠানে ঐশ্বর্যাকে বলেছিলেন, ‘আরাধ্যার মতো আচরণ করো না’। সেটা কবে জানেন?

Advertisement

ঐশ্বর্যার ফ্যান ক্লাব সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছে। ২০১৫-এর স্টারডাস্ট অ্যাওয়ার্ডের মঞ্চে ‘জজবা’র জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছিলেন তিনি। ওই একই মঞ্চে ‘পিকু’র জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছিলেন অমিতাভ। সেখানেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি অমিতাভকে দেখিয়ে বলেছিলেন, ‘হি ইজ দ্য বেস্ট’। অভিনেতা হিসেবে অমিতাভের জন্য গর্ব বোধ করেছিলেন ঐশ্বর্যা।

অমিতাভ সে কথা শুনে বিব্রত বোধ করেন। সকলের সামনেই ঐশ্বর্যাকে বলেছিলেন, ‘আরাধ্যার মতো ব্যবহার করো না।’ বহু পুরনো সেই ভিডিও ফের ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

Advertisement

আরও পড়ুন, কার হুমকিতে যৌন দৃশ্যে অভিনয় করতে বাধ্য হন সালমা?

বলিউডটলিউডটেলিউডের হিট খবর জানতে চান?সাপ্তাহিক বিনোদন সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

বলিউডটলিউডটেলিউডের হিট খবর জানতে চান?সাপ্তাহিক বিনোদন সাবস্ক্রাইব করতে ক্লিক করুন 😆💜 ⠀⠀⠀⠀⠀ ⠀♡

😆💜

⠀⠀⠀⠀⠀ ⠀♡

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement