৪১ বছর কেটে গিয়েছে। গ্যাস দুর্ঘটনার ভূত এখনও তাড়া করে বেড়াচ্ছে মধ্যপ্রদেশকে। ইউনিয়ন কার্বাইড কারখানার বিষাক্ত বর্জ্য পোড়ানো হয় ২৫০ কিলোমিটার দূরের পীথমপুরে। সেখানেই ছাই ফেলার পরিকল্পনা করে সরকার। হাই কোর্ট সেই সিদ্ধান্ত খারিজ করে দিলেও, পীথমপুরেই ছাই ফেলা হচ্ছে বলে দাবি স্থানীয়দের।