When Priya Gill Opened Up About Slapping Shah Rukh Khan

সকলের সামনে সজোরে ঘুষি শাহরুখকে, সেটে নিস্তব্ধতা! কোন দোষের শাস্তি দেন ‘জোশ’ ছবির অভিনেত্রী?

পঁচিশ বছর আগে মুক্তি পেয়েছিল ‘জোশ’। শাহরুখের বোনের চরিত্রে অভিনয় করেছিলেন ঐশ্বর্যা রাই। সেখানেই কিং খানের সহ-অভিনেত্রী ছিলেন প্রিয়া গিল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৫ ১০:৫৬
Share:

কী এমন করেছিলেন শাহরুখ? ছবি: সংগৃহীত।

সিনেদুনিয়ায় অনেক সময়েই এমন কিছু মুহূর্ত তৈরি হয় যা অভিনেতা-অভিনেত্রীদের মনে স্থায়ী জায়গা করে নেয়। তা হতে পারে, কোনও ছবির সাফল্য বা শুটিংয়ের কোনও ঘটনা। তেমনই একটি মুহূর্ত এত দিন পরেও ভোলেননি ‘জোশ’ অভিনেত্রী প্রিয়া গিল। শাহরুখ খানকে সপাট চড় মেরে কি আর সহজে ভোলা যায়? ঠিক কী ঘটেছিল?

Advertisement

পঁচিশ বছর আগে মুক্তি পেয়েছিল ‘জোশ’। শাহরুখের বোনের চরিত্রে অভিনয় করেছিলেন ঐশ্বর্যা রাই। সেখানেই কিং খানের সহ-অভিনেত্রী ছিলেন প্রিয়া। চিত্রনাট্যের প্রয়োজনে শাহরুখকে চড় মারার কথা অভিনেত্রীর। সাধারণ একটি দৃশ্যের শুটিং কেন অস্বস্তিকর পরিবেশ তৈরি করেছিল?

বেশ কিছু দিন আগে এক সাক্ষাৎকারে প্রিয়া বলেন, “একটা গানের শুরুতে ওঁকে থাপ্পড় মারতে হত। কিছুতেই পারছিলাম না। গোয়ায় বার বার একই দৃশ্যের ‘টেক’ হচ্ছে। মনসূর (পরিচালক মনসূর খান) বলে যাচ্ছে, ‘প্রিয়া, একজন মেয়ে রেগে গেলে যে ভাবে সজোরে চড় মারবে, সে রকম হচ্ছে না।’ শাহরুখ নিজেই বলেন, ‘মারো আমাকে… জোরে।’ সবাই তখন এমন বলে যাচ্ছে যে আমি শাহরুখকে ঘুষি মেরে দিই। সামলাতে পারিনি। কী অবস্থা, কোনও দিন ওই মুহূর্তটা ভুলব না।”

Advertisement

চড়ের বদলে সোজা ঘুষি? তার পর? অভিনেত্রীর কথায়, “যত দূর মনে পড়ছে, এর পরে গোটা সেটে পিন-পতন নিস্তব্ধতা। ক্যামেরা চলছিল। কিন্তু, আমার কাণ্ড দেখে বোধহয় পরিচালকও ‘কাট’ বলতে ভুলে গিয়েছিলেন। আমার মনে আছে চিত্রগ্রাহক আমাকে বলেছিলেন, ‘শাহরুখকে এ ভাবে মারলে! এ বার মহিলারা তোমাকে ঘৃণা করবে।’ যদিও শাহরুখ খুব মিষ্টি ভাবেই পুরো বিষয়টা সামলেছিলেন। কী ভাবে এমন দৃশ্য করতে হয় শিখিয়েছিলেন।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement