সলমন দার্শনিক খান

সল্লু আবার তাঁর নতুন ছবি ‘টিউবলাইট’ করা নিয়েও অদ্ভুত কিছু কথা শুনিয়েছেন। ছবিতে এক সরল নিপাট ছেলের চরিত্রে কাজ করতে গিয়ে নাকি তিনি হিমশিম খেয়ে গিয়েছেন।

Advertisement
শেষ আপডেট: ০৭ জুন ২০১৭ ১৩:০০
Share:

স্টারডম, সেলিব্রিটি স্টেটাসকে তিনি পাত্তাই দেন না। তিনি বাঁচেন এক একটা মুহূর্ত নিয়ে। যে মুহূর্তগুলো তৈরি হয় তখনই। চোখের সামনে।

Advertisement

এমন দার্শনিক মার্কা কথাগুলো বলছেন যিনি, তাঁর নামটা একবার খেয়াল করুন, সলমন খান!

সল্লু মিঞা বলছেন, ‘‘একজন অভিনেতা হিসেবে আমি আমার কাজটা করছি মাত্র। পরদায় আপনারা যে ভাবে আমায় পাচ্ছেন, তার জন্য শুধু আমি নয়, প্রায় ১০০-রও বেশি লোকের ভূমিকা আছে। তাঁদের কেউ ক্যামেরায় কাজ করেন, কেউ মেকআপ, তো কেউ লাইটে। আপনাদের এই যে স্টারডমের জন্য ক্ষ্যাপামি, সেটার আমি একা কী করে ভাগীদার হব?’’ দবং-স্টারের এমন কথায় রীতিমত চমকেছে তাঁর ভক্তকুল।

Advertisement

আরও খবর
বাংলা গানের শিল্পীরা অনিশ্চয়তায় ভোগেন

সল্লু আবার তাঁর নতুন ছবি ‘টিউবলাইট’ করা নিয়েও অদ্ভুত কিছু কথা শুনিয়েছেন। ছবিতে এক সরল নিপাট ছেলের চরিত্রে কাজ করতে গিয়ে নাকি তিনি হিমশিম খেয়ে গিয়েছেন। সলমন বলেছেন, ‘‘চরিত্রটা আমায় স্কুলবেলায় নিয়ে গিয়ে ফেলত। এত স্মৃতি, এত স্মৃতি! সাদামাঠা জীবনের সব গল্প। আর এ সব আমায় কখন মনে করতে হচ্ছে, কখন ভাবাচ্ছে, যখন কিনা আমি ততটা সরল নই। নোংরা পৃথিবীর অনেকটাই দেখে ফেলেছি!’’

সব শুনেটুনে লোকজন বলছে, হল কী ভাই সল্লুর!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement