Abhishek-Sharly Honeymoon

পহেলগাঁও কাণ্ডের জেরে ভন্ডুল অভিষেক-শার্লির মধুচন্দ্রিমা! শেষে কোথায় গেলেন নবদম্পতি?

২৯ এপ্রিল আইনি মতে বিয়ে সেরেছেন অভিনেতা অভিষেক বসু এবং অভিনেত্রী শার্লি মোদক। ‘ফুলকি’ ধারাবাহিকের সেটেই তাঁদের প্রেমের শুরু। একেবারে সাদামাঠা ভাবে বিয়ে সারেন যুগলে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ মে ২০২৫ ১৩:১৯
Share:

মধুচন্দ্রিমার জন্য কোথায় গেলেন অভিষেক-শার্লি? ছবি: সংগৃহীত।

এক সপ্তাহ হল অভিনেতা অভিষেক বসুর সঙ্গে সংসার পেতেছেন শার্লি মোদক। ২৯ এপ্রিল চুপিসারে একেবারে ছিমছাম ভাবে বিয়ে সারেন তাঁরা। বিয়ের আগের দিন পর্যন্ত কাক-পক্ষীতেও টের পায়নি অভিনেতা যুগলের এই পরিকল্পনার কথা। নিজেদের সমাজমাধ্যমের পাতাতেও বিয়ের তেমন কিছু পোস্ট করেননি তাঁরা। অবশেষে অভিষেক ভাগ করে নিলেন মধুচন্দ্রিমার একটি রিল ভিডিয়ো।

Advertisement

কয়েক ঝলক দেখে বোঝা যাচ্ছে, পাহাড়ে বেড়াতে গিয়েছিলেন তাঁরা। এক সপ্তাহের সংসার জীবন যে বেশ ভালই কাটছে তা বোঝা গেল শার্লির কথা শুনেই। আনন্দবাজার ডট কমকে অভিনেত্রী বললেন, “অনেক বছর হল মা-বাবার থেকে দূরে থাকি। এত দিন একা থাকতাম। এখন একটা সঙ্গী পেয়েছি ভালই লাগছে।” বিয়ের পর কাশ্মীর যাওয়ার পরিকল্পনা ছিল তাঁদের। কিন্তু পহেলগাঁও কাণ্ডের জন্য সবটাই মাটি।

শার্লি বললেন, “আমরা ভেবেছিলাম কাশ্মীর যাব। কিন্তু যা অবস্থা হল তখন সব পরিকল্পনাই বাতিল করতে হয়।” তাঁদের দু’জনেরই পাহাড় বেশ পছন্দের। তাই মধুচন্দ্রিমার জন্য তেমনই জায়গা বেছে নিয়েছিলেন অভিষেক-শার্লি। অভিনেত্রী বললেন, “অনেকগুলো জায়গায় ঘুরেছি। পাঁচ দিনের পরিকল্পনা ছিল। দেরাদুন, আউলি— এই জায়গাগুলো ঘুরেছি। প্রচুর মজা করেছি।”

Advertisement

১৪ ঘণ্টা শুটিংয়ের ফাঁকে এমনিতে তাঁদের ছুটি পাওয়া মুশকিল। তাই বিয়ের ছুটিতেই যতটা আনন্দ করা যায় সবটা করেছেন তাঁরা। অভিনেত্রী বললেন, “বিয়ের উপরি পাওনা হল আমি নতুন মা-বাবা পেয়েছি। আগে একা একা বাড়ির সব কাজ করতাম। এখন সেই সঙ্গী আছে।” মধুচন্দ্রিমা থেকে ফিরে ‘ফুলকি’ ধারাবাহিকের শুটিং শুরু করেছেন অভিষেক। তবে শার্লি এখনও ছুটিতেই রয়েছেন। আরও কয়েকটা দিন বাদে শুটিং শুরু করবেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement