কত নম্বরে রয়েছে প্রতীক সেন এবং অনুষ্কা চক্রবর্তী অভিনীত ধারাবাহিক ‘আমাদের দাদামণি’। ছবি: সংগৃহীত।
কালীপুজো, ভাইফোঁটার আনন্দের মাঝে গত সপ্তাহে টিআরপি তালিকা আসেনি। সপ্তাহের শুরুতেই পাওয়া গেল আগের সপ্তাহের ফল। স্টার জলসার প্রায় সব ধারাবাহিকের নম্বরই কমেছে একধাক্কায়। সেখানে জ়ি বাংলার ধারাবাহিকগুলির নম্বর অন্যান্য সপ্তাহের তুলনায় অনেকটাই বেড়েছে। পিছিয়ে পড়েছে ‘পরশুরাম আজকের নায়ক’, ‘রাঙামতী তিরন্দাজ’। তা হলে প্রথম তিনে থাকল কারা?
রায়ান এবং পারুলের কাহিনি প্রতি দিন নিত্যনতুন মোড় নিচ্ছে। সমাজমাধ্যমে নায়ক-নায়িকাকে নিয়ে যত না প্রচার হয়, তার চেয়েও বেশি আলোচনা হচ্ছে ‘পরিণীতা’ ধারাবাহিক নিয়ে। সেই প্রতিফলনই টিআরপি-তে। ৭.৫ পেয়ে এই সপ্তাহে শীর্ষস্থানে রয়েছে এই কাহিনি। গত তিন বছর ধরে টানা নিজেদের জায়গা ধরে রেখেছে ‘জগদ্ধাত্রী’। প্রজন্ম বদলেছে। নতুন চরিত্রদের আগমন হয়েছে। কিন্তু জ্যাস্ সান্যালের প্রতিপত্তিতে বিন্দুমাত্র ভাটা পড়েনি। এই সপ্তাহেও দ্বিতীয় স্থানে রয়েছে এই ধারাবাহিক। তারা পেয়েছে ৬.৭।
একই সঙ্গে দর্শকের ভালবাসা পাচ্ছে দিতিপ্রিয়া রায় এবং জীতু কমলের ধারাবাহিকও। শুরুতে টিআরপি তালিকায় নিজেদের জায়গা না করে নিতে পারলেও গত কয়েক সপ্তাহে গল্প নিয়েছে নতুন মোড়। আর্যর আসল পরিচয় জানতে পেরেছে অপর্ণা। এই গল্প দর্শকের আগ্রহ আরও বাড়িয়েছে। চলতি সপ্তাহে ৬.৫ পেয়ে তৃতীয় স্থানে এই ধারাবাহিক।
একটানা প্রথম স্থানে থাকা ‘পরশুরাম আজকের নায়ক’ ছিটকে গিয়েছে প্রথম তিন থেকে। এই সপ্তাহে চার নম্বরে নেমে এসেছে এই কাহিনি। তারা পেয়েছে ৬.৪। একই নম্বর পেয়ে চতুর্থ স্থানে রয়েছে ‘ফুলকি’। কিন্তু গত কয়েক সপ্তাহের মতো পঞ্চম স্থানে নেই ‘রাঙামতী তিরন্দাজ’। বরং প্রতীক সেনের অনুরাগীদের জন্য সুখবর। এই সপ্তাহে পঞ্চম স্থানে রয়েছে ‘আমাদের দাদামণি’। তারা পেয়েছে ৬.২।