সানির মতে বলিউডের ‘হটেস্ট নায়ক’ কে জানেন?

বহু অনুরাগীর কাছে সানি লিওন বি-টাউনের ‘হটেস্ট নায়িকা।’ কিন্তু তাঁর মতে বলিউডের ‘হটেস্ট নায়ক’ কে জানেন? গেস করুন তো।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০২ মে ২০১৬ ১২:০৭
Share:

বহু অনুরাগীর কাছে সানি লিওন বি-টাউনের ‘হটেস্ট নায়িকা।’ কিন্তু তাঁর মতে বলিউডের ‘হটেস্ট নায়ক’ কে জানেন?

Advertisement

গেস করুন তো।

সানির কাছে জানতে চাওয়া হলে দু’জনকে বেছে নেন তিনি। প্রথমেই স্বতঃস্ফূর্ত ভাবে রণবীর সিংহের নাম বলেন নায়িকা। তাঁর মতে, রণবীর এই মুহূর্তে বলিউডের হেভিওয়েট পার্সোনালিটি। আর মানুষ হিসেবেই তিনি নাকি বেশ ভাল।

Advertisement

তার পর কার নাম বললেন জানেন? শুনলে অবাক হবেন।

সানির মতে ইন্ডাস্ট্রির দ্বিতীয় ‘হট’ পুরুষ হলেন আমির খান। তাঁর কথায়, ‘‘আমির খানকে দেখতে তো খুব সুন্দর। তাই আলাদা আকর্ষণ রয়েছে।’’

নিন্দুকেরা যদিও বলছেন, সম্প্রতি মিডিয়ায় এক বিতর্কিত সাক্ষাত্কারের পর সানির পাশে দাঁড়িয়েছেন আমির। সানি ও তাঁর স্বামী ড্যানিয়েলকে নিয়ে লাঞ্চও করেছেন। তাই বি-টাউনে পায়ের তলায় মাটি আরও শক্ত করতেই আমির খানের লবিতে ঢুকতে চাইছেন সানি। সে কারণেই রণবীরের পরে হলেও আমিরকে বেছে নিয়েছেন।

সত্যিই কি তাই?

আমির শুনছেন তো?

আরও পড়ুন, ‘বুকে জড়িয়ে বাড়ি নিয়ে যাব’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement