মিয়া মিস করছেন! কিন্তু কী?

নিজের শর্তে বেঁচে থাকাটাই তাঁর চয়েস। পেশা পর্ন ছবিতে অভিনয়। আর নেশা বেড়ানো। তিনি মিয়া খলিফা। সম্প্রতি কাজ থেকে লম্বা ছুটি নিয়ে বেড়াতে গিয়েছেন তিনি। কিন্তু কোথায়? না! তা খোলসা করছেন না।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৮ মে ২০১৬ ১৩:২০
Share:

নিজের শর্তে বেঁচে থাকাটাই তাঁর চয়েস। পেশা পর্ন ছবিতে অভিনয়। আর নেশা বেড়ানো। তিনি মিয়া খলিফা।

Advertisement

সম্প্রতি কাজ থেকে লম্বা ছুটি নিয়ে বেড়াতে গিয়েছেন তিনি। কিন্তু কোথায়? না! তা খোলসা করছেন না। সোশ্যাল মিডিয়ায় তাঁর হলিডে-র বিভিন্ন ছবি শেয়ার করছেন। কখনও লোভনীয় খাবার, আবার কখনও বা রাতপার্টিতে মিয়ার হুল্লোড় ছবিতে দেখছেন তাঁর ভক্তরা। কিন্তু সেটা কোথায়? তা কিছুতেই বলছেন না এই পর্ন তারকা।

তবে মাস্টারস্ট্রোকটা একেবারে শেষ দিন দিলেন মিয়া। হাতে পানীয় নিয়ে একটি ছবি পোস্ট করে লিখলেন, ‘মিথ্যে বলব না। সত্যিই এই জায়গাটা ভীষণ মিস করব।’

Advertisement

আরও পড়ুন

জানেন, মিয়া খলিফা কাকে ভালবাসেন?

কোন বন্ধুর সঙ্গে এক বাড়িতে থাকেন মিয়া?

আর এতেই চমকেছেন তাঁর বন্ধুরা। যে মিয়া কোনও কিছুই মিস করেন না, তাঁর মুখে এ কী কথা! মিয়া মিস করছেন! তা হলে তো সেই জায়গায় যেতেই হবে!

ছবি দেখে কী আপনি গেস করতে পারছেন, মিয়া কোথায় গিয়েছেন?


মিয়ার শেয়ার করা ছবি। টুইটারের সৌজন্যে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement