Shefali Jariwala Husband

প্রথম বিবাহে গার্হস্থ্য হিংসার নালিশ, দ্বিতীয় স্বামী পরাগের ঘরে সুখ ছিল শেফালির?

প্রথম স্বামী হরমিতের বিরুদ্ধে গার্হস্থ্য নির্যাতনের অভিযোগ তুলেছিলেন শেফালি। দ্বিতীয় বার বিয়ে করে সুখী ছিলেন অভিনেত্রী?

Advertisement
শেষ আপডেট: ২৮ জুন ২০২৫ ১২:৩৩
Share:

পরাগের শেফালি কি সুখে ছিলেন? ছবি: সংগৃহীত।

শুক্রবার রাতে আকস্মিক ভাবে মৃত্যু হয় অভিনেত্রী শেফালি জ়ারিওয়ালার। মৃত্যুর আগের দিন পর্যন্ত চেয়েছিলেন লোকে তাঁকে ‘কাঁটা লাগা গার্ল’ বলেই চিনুক। এক সময় পর্দায় ঝড় তুলেছিলেন। একটি মিউজ়িক ভিডিয়ো, আর তাতেই তাবড় সব নায়িকাদেকে রীতিমতো টেক্কা দিয়েছিলেন শেফালি।

Advertisement

এত সাফল্যের পর নিজেকে অন্তরালে সরিয়ে নেন অভিনেত্রী। ২০০৪ সালে সঙ্গীত পরিচালক হরমিত সিংহকে বিয়ে করেন শেফালি। হরমিতের ভাই মরমিত সিংহও বলিউডের ছবিতে সুর দেন। ‘মিত ব্রাদার্স’ নামে পরিচিত তাঁরা। যদিও হরমিত-শেফালির সংসার দীর্ঘস্থায়ী হয়নি। প্রথম স্বামীর বিরুদ্ধে গার্হস্থ্য নির্যাতনের অভিযোগ তুলেছিলেন তিনি। অভিনেত্রী দাবি করেছিলেন, বিয়ের পর হরমিতের কাছে প্রতিনিয়ত মানসিক নির্যাতনের শিকার হতেন তিনি। শেষ পর্যন্ত ২০০৯-এ বিচ্ছেদ।

তবে ভালবাসার উপর আস্থা হারাননি শেফালি। জীবনে আসেন পরাগ ত্যাগী। ২০১৪ সালে টিভি অভিনেতা পরাগের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন শেফালি। যদিও তাঁর আগে প্রায় ৪ বছর প্রেম পর্ব চলে তাঁদের।

Advertisement

মোদিনগর নিবাসী পরাগের বলিউডে অভিষেক হয় ২০০৮ সালে ‘আ ওয়েডনেসডে’ ছবিতে। যদিও সে ভাবে নজর কাড়তে পারেননি। তার পর ‘পবিত্র রিশতা’ ধারাবাহিকে অঙ্কিতা লোখান্ডের দাদার চরিত্রে অভিনয় করেন। তাতেই ঘরে ঘরে পরিচত মুখ হয়ে ওঠেন। তার পর একাধিক বলিউডের ছবিতে কাজ করেছেন। যার মধ্যে অন্যতম ‘জোধা আকরব’। সম্প্রতি তাঁকে দেখা গিয়েছিল সলমন খানের ‘কিসি কি ভাই কি জ়ান’ ছবিতে। পরাগ শরীরচর্চায় পারদর্শী ছিলেন। লকডাউন চলাকালীন শেফালিকে সঙ্গে নিয়ে করা তাঁদের শরীরচর্চার ভিডিয়ো ভাইরাল হয় সমাজমাধ্যমে।

আপতদৃষ্টিতে দেখলে পরাগের সঙ্গে সুখী ছিলেন শেফালি। জুটি বেঁধে পর পর দু’বার নাচের একটি জনপ্রিয় রিয়্যালিটি শোয়ে যোগ দিয়েছিলেন শেফালি। শুক্রবার রাতে শেফালিকে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন স্বামীই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement