Entertainment News

সইফ নন, সারার বাবা...!

‘কেদারনাথ’ এবং ‘সিম্বা’র মাধ্যমে ইতিমধ্যেই অনস্ক্রিনে দক্ষতার ছাপ রেখেছেন সারা। অফস্ক্রিনে বুদ্ধিমত্তার পাশাপাশি তিনি যে সূক্ষ্ম মজা করতেও ভালবাসেন, এ উত্তর যেন তারই প্রমাণ।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০১৯ ১৯:৩৯
Share:

সারা আলি খান, ইনসেটে সইফ।

সারা আলি খানের বাবার নাম সইফ আলি খান। এ তথ্য আপনি নিশ্চয়ই জানেন। কিন্তু এই প্রশ্নের উত্তরে সারা কিন্তু সইফের নাম বলেননি। কিন্তু কেন? আসল ঘটনাটি ঠিক কী?

Advertisement

সম্প্রতি এক সাক্ষাত্কারে সারার কাছে গুগলে তাঁর সম্পর্কে সার্চ হওয়া বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন সাজিয়ে দেওয়া হয়। তার মধ্যে একটি ছিল, সারা আলি খানের বাবা কে? অর্থাত্ বহু মানুষ গুগলে সারার সম্বন্ধে এই তথ্যটি জানতে আগ্রহী।

প্রশ্ন শুনেই হেসে ফেলেন সারা। তার পর মজা করে উত্তর দেন, ‘মহাত্মা গাঁধী’। প্রায় সঙ্গে সঙ্গেই সামলে নিয়ে বলেন, ‘‘দুঃখিত। এটা মজার বিষয় নয়। আমার বাবার নাম সইফ আলি খান।’’

Advertisement

আরও পড়ুন, বিমানে মিমির পাশে আসন, পাল্টে দিতে বললেন অঙ্কুশ!

পরে অবশ্য মজা করে দেওয়া উত্তরের যৌক্তিকতা বোঝাতে শুরু করেন সারা। তিনি বলেন, ‘‘মহাত্মা গাঁধী জাতির জনক। সুতরাং তাঁকে বাবা বললে ভুল হবে না। কারণ তিনি প্রত্যেক ভারতীয়র বাবা...।’

‘কেদারনাথ’ এবং ‘সিম্বা’র মাধ্যমে ইতিমধ্যেই অনস্ক্রিনে দক্ষতার ছাপ রেখেছেন সারা। অফস্ক্রিনে বুদ্ধিমত্তার পাশাপাশি তিনি যে সূক্ষ্ম মজা করতেও ভালবাসেন, এ উত্তর যেন তারই প্রমাণ।

(হলিউড, বলিউড বা টলিউড - টিনসেল টাউনের টাটকা বাংলা খবর পড়তে চোখ রাখুন আমাদের বিনোদনের সব খবর বিভাগে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement