ক্যাট-রণবীরের সম্পর্কের ভাঙন, নেপথ্যে কোন নারী?

ক্যাটরিনা কইফ এবং রণবীর কপূরের সম্পর্ক ভেঙেছে। হ্যাঁ। আপনি ঠিকই পড়ছেন। বি-টাউনে তো এখন এই গুজবটাই সত্যি। কিন্তু এর পিছনে আসল কারণ কী? কোনও তৃতীয় ব্যক্তির উপস্থিতির কারণে কি ভেঙে গেল প্রেম?

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০১৬ ১৩:৫০
Share:

ক্যাটরিনা কইফ এবং রণবীর কপূরের সম্পর্ক ভেঙেছে। হ্যাঁ। আপনি ঠিকই পড়ছেন। বি-টাউনে তো এখন এই গুজবটাই সত্যি। কিন্তু এর পিছনে আসল কারণ কী? কোনও তৃতীয় ব্যক্তির উপস্থিতির কারণে কি ভেঙে গেল প্রেম?

Advertisement

বলিউডের একটা বড় অংশ বলছে, সেই থার্ড পার্সন একজন নারী। কে তিনি? তিনি কি রণবীরের মা নীতু? যিনি ছেলের প্রেমিকা হিসেবে কখনওই ক্যট সুন্দরীকে মেনে নিতে পারেননি। নাকি সেই তৃতীয় ব্যক্তি রণবীরের প্রাক্তন প্রেমিকা দীপিকা পাড়ুকোন? ‘তামাশা’র সেটে দীপিকা-রণবীরের গোপন প্রেমের কারণেই কি রণবীরের জীবন থেকে সরে দাঁড়ালেন ক্যাটরিনা?

ইদানিং মুম্বইতে লিভ-টুগেদার করছিলেন এই জুটি। দিন দু’য়েক আগে রণবীর ক্যাটরিনাকে ফেলে কপূর বাংলোতে ফিরে যান। তারপরই এই জল্পনার শুরু। যদিও কেউ কেউ বলছেন, ক্যাটরিনার জীবনে তাঁর প্রাক্তন প্রেমিক সলমন খানের বন্ধুত্বপূর্ণ উপস্থিতি নাকি মেনে নিতে পারেননি রণবীর। সে কারণেই এই ভাঙন!

Advertisement

পড়ুন রণবীর-ক্যাটরিনার সম্পর্ক ভাঙছে?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement