ঐশ্বর্যাকে তিনি আগে থেকেই ভালবাসতেন। সম্প্রতি ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এর ট্রেলর দেখার পর বচ্চন-বধূর ওপর সেই ভালবাসা নাকি আরও বেড়ে গিয়েছে এই মহিলা ভক্তের। আর এ সব শুনে বেজায় ‘অস্বস্তিতে’ পড়েছেন অভিষেক বচ্চন। তাঁর বউয়ের প্রতি অন্য কোনও মহিলার এই প্রকাশ্য প্রেম একেবারেই মেনে নিতে পারছেন না ছোটে বচ্চন। তাই টুইট করে সেই অনুরাগীকে অভিষেক বলেছেন, ‘আমার বউয়ের ওপর থেকে হাত উঠিয়ে নাও।’
অবাক হচ্ছেন তো। কিন্তু বিষয়টা অতটা সিরিয়াস নয়। কারণ ঐশ্বর্যার সেই অনুরাগী হলেন প্রীতি জিন্টা। যিনি অভিষেকেরও খুব ভাল বন্ধু। কিছু ছবিতে একসঙ্গে স্ক্রিনও শেয়ার করেছেন তাঁরা। কর্ণ জোহরের ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ দেখার পর প্রীতি মজা করে টুইট করেছেন, ‘প্রোমো দেখালাম। আমার তো অ্যাশ বচ্চনের ওপর গার্ল ক্রাশ হয়ে গেল।’ তার উত্তরেই প্রীতির সঙ্গে মজা করেছেন অভিষেক।
আরও পড়ুন, ন’য়ের দশকের হার্টথ্রবদের এখন কেমন দেখতে জানেন?