— প্রতীকী চিত্র।
এক দিকে টানা চার দিন পতনের জের কাটিয়ে উঠল শেয়ার বাজার। অন্য দিকে ডলারের সাপেক্ষে শক্তি ফিরে পেল টাকা। শুক্রবার এই দুই ঘটনাই কিছুটা স্বস্তি জোগাল লগ্নিকারীদের মনে। যার হাত ধরে আজ সেনসেক্স বাড়ল ৪৪৭.৫৫ পয়েন্ট। থামল ৮৪,৯২৯.৩৬ অঙ্কে। নিফ্টি ১৫০.৮৫ পয়েন্ট উঠে হল ২৫,৯৬৬.৪০। বিদেশি লগ্নিকারী সংস্থাগুলির ভারতে ফেরা-সহ নানা কারণে ৫৩ পয়সা পড়েছে ডলারের দরও। এর জেরে ফের ৯০ টাকার নীচে নেমে এসেছে আমেরিকার মুদ্রাটি। দাঁড়িয়েছে ৮৯.৬৭ টাকায়।
সপ্তাহের শুরু থেকে টাকা ও শেয়ার সূচকের পতন চিন্তা বাড়াচ্ছিল লগ্নিকারী, সরকার ও রিজ়ার্ভ ব্যাঙ্কের। সূত্রের খবর, ৯১ টাকার সীমা ছাড়ানো ডলারকে টেনে নামাতে হস্তক্ষেপ করেছে শীর্ষ ব্যাঙ্ক। তার উপরে অশোধিত তেলের দাম ব্যারেলে ৬০ডলারের নীচে নামা ও আজ বাজারের উত্থান টেনে তুলেছে টাকাকে। উল্লেখ্য, মঙ্গলবার ৯১ টাকা ছুঁয়ে নজির গড়ে ডলার। তার পর থেকে আমেরিকার মুদ্রাটির সাপেক্ষে টাকার দাম বাড়ছে। গতকাল ডলার ১৮ পয়সা পড়েছিল।
এ দিকে, আমেরিকায় নভেম্বরে মূল্যবৃদ্ধির হার কম হওয়া সেখানে সুদ মাথা নামানোর সম্ভাবনাকে জোরদার করেছে। ফলে ভারতে পুঁজি ঢেলেছেন লগ্নিকারীরা। বিশেষজ্ঞদের মতে, বাজার তথা অর্থনীতির প্রতি লগ্নিকারীদের আস্থা বহাল। তাতে ইন্ধন জুগিয়েছে বিশ্ব বাজারের উত্থান। এর সঙ্গেই পড়তি দামে ভাল শেয়ার কেনার আগ্রহও টানা চার দিন পড়ার পরে সূচকে ঠেলে তুলেছে। তবে আগামী দিনে বাজার ও টাকার গতি স্থির করবে ভারত-আমেরিকার বাণিজ্য চুক্তি ও বিশ্ব বাজারের হাল।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে