Anurager Chhowa

‘অনুরাগের ছোঁয়া’র শেষ দিনের শুটিংয়ে এক হলেন সবাই, কিন্তু কেন অনুপস্থিত পর্দার সূর্য ওরফে দিব্যজ্যোতি?

অভিনেতা দিব্যজ্যোতি দত্তকে কিছু দিন আগে পর্যন্ত সবাই সূর্য বলেই সম্বোধন করতেন। অনেক দিন তাঁকে ছোটপর্দায় দেখা যাচ্ছে না। ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকের শেষ দিনের শুটিংয়ে কেন দেখা গেল না তাঁকে?

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০২৫ ১৬:০২
Share:

ধারাবাহিকের শেষ দিনের শুটিংয়ে কেন অনুপস্থিত দিব্যজ্যোতি দত্ত? ছবি: সংগৃহীত।

সূর্য এবং দীপা জুটি নিয়ে গত চার বছরে বিপুল আলোচনা হয়েছে। ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকের মাধ্যমে দর্শক পেয়েছিল নতুন জুটি। গল্পে নতুন মোড় এসেছে। হয়ে গেল ধারাবাহিকের শেষ দিনের শুটিং। এই কাহিনির সঙ্গে যুক্ত প্রায় প্রত্যেকে উপস্থিত হয়েছিলেন এ দিন। কিন্তু দেখা গেল না একমাত্র দিব্যজ্যোতি দত্তকে। কেন এলেন না পর্দার সূর্য?

Advertisement

ধারাবাহিকে অভিনয় করতে করতেই বড়পর্দায় কাজের সুযোগ আসে তাঁর। সৃজিত মুখোপাধ্যায়ের ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবিতে শ্রীচৈতন্যের চরিত্রে দেখা যাবে তাঁকে। ছবির জন্য নিজের চেহারায় অনেক পরিবর্তন এনেছেন অভিনেতা। ডিসেম্বরেই মুক্তি পাবে সেই ছবি। ইদানীং ছবির প্রচারে দেখা যাচ্ছে তাঁকে।

ধারাবাহিকের অন্তিম পর্বের শুটিংয়ে কেন অনুপস্থিত নায়ক? আনন্দবাজার ডট কম-কে অভিনেতা বললেন, “বৃহস্পতিবার রাতে শুটিংয়ের জন্য বাইরে যেতে হয়। শুক্রবার ফিরতে পারিনি। খুব চেষ্টা করেছিলাম। মিস্‌ হল।” এ দিন সেটের প্রায় সবাই আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। এক দিকে সহ-অভিনেতাকে জড়িয়ে কেঁদে ফেললেন স্বস্তিকা। অন্য দিকে নায়ক রাহুলের চোখও ছলছল। অনেকেই বলছিলেন দিব্যজ্যোতি কোথায়? কেন এলেন না? কেউ কেউ ধরেই নিয়েছিলেন ছবির প্রচারে ব্যস্ত থাকার কারণেই আসতে পারেননি। সেই ধারণা অবশ্য কিছুটা ঠিক ছিল। তবে শেষ দিনে নতুন ধারাবাহিকের শুটিংয়ের ফাঁকে এসে ঘুরে গেলেন মিশকা ওরফে অহনা দত্ত। আবার কি সূর্য, দীপা, মিশকাকে একসঙ্গে একফ্রেমে দেখা যাবে? তা অবশ্য সময় বলবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement