Rahul-Dibyojyoti Roller Coaster

প্রযোজনা সংস্থার প্রথম পছন্দ তিনি, নিজেই ‘অনুরাগের ছোঁয়া’ থেকে সরে গিয়েছিলেন রাহুল! কেন?

ধারাবাহিকে তাঁর জায়গায় দিব্যজ্যোতি দত্ত। এরকম যদিও হওয়ার কথা ছিল না। তবু কেন হল?

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০২ ডিসেম্বর ২০২৫ ১৬:০৯
Share:

রাহুল মজুমদারের বদলে দিব্যজ্যোতি দত্ত? ছবি: ফেসবুক।

‘অনুরাগের ছোঁয়া’ আর রাহুল মজুমদার কি সমার্থক হয়ে উঠলেন? ধারাবাহিক শেষ। অভিনেতাকে নিয়ে চর্চার শেষ নেই! আচমকা ধারাবাহিক শেষের পর প্রথম ক্ষোভ তিনি উগরে দিয়েছিলেন আনন্দবাজার ডট কম-এর কাছে। এ বারের গুঞ্জন, তিনিই নাকি প্রথম পছন্দ ছিলেন!

Advertisement

ঘটনা সত্যি? নাকি আবার রটনা? আনন্দবাজার প্রশ্ন করেছিল তাঁর কাছে।

রাহুলের কথায়, “সেই সময়ে পরপর দুটো ধারাবাহিকে নায়কের ভূমিকায় আমায় ভাবা হয়েছিল। স্নেহাশিস চক্রবর্তীর ‘খুকুমণি হোম ডেলিভারি’ আর এসভিএফ প্রযোজনা সংস্থার ‘অনুরাগের ছোঁয়া’। প্রথম ধারাবাহিকের শুটিং আগে শুরু হবে জানার পর স্নেহাশিসদাকে ‘হ্যাঁ’ বলি।” স্বাভাবিক ভাবেই রাহুলের জায়গায় আসেন দিব্যজ্যোতি দত্ত।

Advertisement

‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিক ‘খুকুমণি’র থেকে বেশি সময় ধরে চলেছে। এই নিয়ে কোনও আক্ষেপ রাহুলের? ‘প্রথম পছন্দ’ হয়েও ধারাবাহিকে অভিনয় করা হয়নি তাঁর। তাই কি ‘অনুরাগের ছোঁয়া’র শেষ পর্বে প্রযোজনা সংস্থার ডাকে সাড়া দেন তিনি?

রাহুলের দাবি, “বিষয়টি এ ভাবে ভাবিইনি। স্নেহাশিসদার ধারাবাহিক নির্দিষ্ট সময়েই শেষ হয়েছে। ওই ধারাবাহিক আমায় প্রথম ‘অভিনেতা’র পরিচয় দিয়েছে। আমি কৃতজ্ঞ দাদার কাছে।” একই ভাবে এসভিএফ এবং তাঁর প্রায় সাড়ে তিন বছর ধরে চলতে থাকা ধারাবাহিকের জনপ্রিয়তাকেও উপেক্ষা করতে পারেননি। অভিনেতা তাই দ্বিতীয় বার সুযোগ পেতেই আর ‘না’ বলেননি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement