Srijit-Darshana

সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে ‘না’ দর্শনার, হিন্দি ছবির জন্য এই সিদ্ধান্ত? কারণ জানালেন অভিনেত্রী

তাঁর ঝুলিতে একের পর এক কাজ। সম্প্রতি ঘোষণা হয়েছিল, সৃজিত মুখোপাধ্যায়ের আগামী ছবিতে লক্ষ্মীপ্রিয়ার চরিত্রে অভিনয় করবেন দর্শনা বণিক। কিন্তু সিদ্ধান্তে বদল হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ মে ২০২৫ ১৩:০৫
Share:

সৃজিতের ছবিতে কেন না বললেন দর্শনা? ছবি: সংগৃহীত।

আগামী ছবি ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবির শুটিং জুন মাস থেকে শুরু করবেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। কয়েক দিন আগেই ছবিতে কারা কাজ করবেন, তা ঘোষণা করেছেন তিনি। সেখানেও বেশ কিছু বদল দেখা গিয়েছিল। নাম জুড়েছে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের। এ ছাড়াও অভিনয় করবেন ব্রাত্য বসু, ইশা সাহা, ইন্দ্রনীল সেনগুপ্ত, পার্নো মিত্র-সহ আরও অনেকে।

Advertisement

এই ছবির মাধ্যমেই প্রথম বার বড় পর্দায় দেখা যাবে ছোট পর্দার অভিনেতা দিব্যজ্যোতি দত্তকে। তাঁর বিপরীতে লক্ষ্মীপ্রিয়ার চরিত্রে অভিনয় করার কথা ছিল অভিনেত্রী দর্শনা বণিকের। কিন্তু শোনা যাচ্ছে, এই চরিত্রে আর দেখা যাবে না তাঁকে। সৃজিতের ছবিতে কাজ না করার সিদ্ধান্ত নিয়েছেন দর্শনা। নেপথ্যে রয়েছে কী কারণ? বিক্রম ভট্টের নতুন হিন্দি ছবিতে অভিনয়ের জন্যই কি ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবিতে না করলেন নায়িকা?

আনন্দবাজার ডট কমের তরফে প্রশ্ন করা হলে দর্শনা জানিয়েছেন, হিন্দি ছবিতে অভিনয় করছেন বলে যে সৃজিতের ছবিতে না করেছেন এটা একেবারেই নয়। অভিনেত্রী বলেন, “আরও একটা নতুন কাজ শুরু হবে আমার। যে কারণে সময় কিছুতেই মিলছিল না। তারিখের সমস্যা হচ্ছিল। তাই এই সিদ্ধান্ত নিয়েছি। তবে এটা আমার একার সিদ্ধান্ত একেবারেই নয়। পরিচালক, প্রযোজনা সংস্থা এবং গোটা টিমের সঙ্গে কথা বলেই যৌথ সিদ্ধান্ত নিয়েছি আমরা।” শোনা যাচ্ছে, দর্শনার পরিবর্তে লক্ষ্মীপ্রিয়ার চরিত্রে দেখা যাবে অভিনেত্রী আরাত্রিকা মাইতিকে। তবে এই বিষয়ে প্রযোজনা সংস্থার তরফে কিছু জানানো হয়নি। আরাত্রিকাকে এই মুহূর্তে দর্শক দেখছেন ‘মিঠিঝোরা’ ধারাবাহিকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement