Soumitrisha Kundu

প্রায় ৭ মাস পর্দা থেকে দূরে সৌমিতৃষা, ‘কোথায় হারিয়ে গেলেন নায়িকা?’ প্রশ্ন দর্শকের

ছোটপর্দা থেকে বড়পর্দায় সৌমিতৃষা কুন্ডুর উত্থান নিয়ে বিপুল আলোচনা হয়েছে। কিন্তু ডিসেম্বরের পর থেকে আর সে ভাবে দেখা যায়নি অভিনেত্রীকে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ জুলাই ২০২৫ ১৩:৫৪
Share:

কোথায় গেলেন সৌমিতৃষা? ছবি: সংগৃহীত।

‘মিঠাই’ ধারাবাহিকের ঈর্ষণীয় সাফল্য। তার পরেই বড়পর্দায় অভিষেক হয় অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডুর। দেবের নায়িকা হিসাবে প্রথম পূর্ণ দৈর্ঘ্যের ছবিতে তাঁকে দেখেন দর্শক। তার পর ‘কালরাত্রি’ ওয়েব সিরিজ়ে দেখা গিয়েছিল সৌমিতৃষাকে। ২০২৪ সালের ডিসেম্বর মাসে শেষ বার দেখা গিয়েছিল তাঁকে। প্রায় সাত মাস হয়ে গেল, অভিনেত্রীকে আর দেখা যায়নি পর্দায়। টলিউডের কোনও অনুষ্ঠানেও সে ভাবে তাঁর উপস্থিতি লক্ষ করা যাচ্ছে না। কোথায় গেলেন সৌমিতৃষা?

Advertisement

বার বার ফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি অধরা। সমাজমাধ্যমের পাতায়ও সে ভাবে সক্রিয় নন অভিনেত্রী। মাঝে শোনা গিয়েছিল, অভিনেত্রী নাকি খুবই অসুস্থ। দর্শকের একাংশের প্রশ্ন, কোথায় হারিয়ে গেলেন সৌমিতৃষা?

এক অসমর্থিত সূত্রের দাবি, মাঝে কিডনিতে পাথরের সমস্যায় ভুগছিলেন সৌমিতৃষা। তা ছাড়াও ব্যক্তিগত কিছু সমস্যা রয়েছে, যা এখনই সকলকে জানাতে রাজি নন তিনি। তাই আপাতত ক্যামেরার ঝলকানি থেকে দূরে সৌমিতৃষা। কিন্তু আবার কবে তাঁকে দেখা যাবে পর্দায়, সেই উত্তর এখনও পাওয়া যায়নি। যদিও বেশ কিছু দিন আগে ‘কালরাত্রি’-র পরের পর্বের ঘোষণা হয়েছিল। কিন্তু সেই নতুন পর্বের শুটিং শুরু হয়েছে কি না এখনও জানা যায়নি। আগামী দিনে নায়িকাকে কি আবার ধারাবাহিকে দেখা যাবে? তা নিয়েও অনেকের মনে নানা প্রশ্ন। কিন্তু এখনও পর্যন্ত সৌমিতৃষার তরফে কোনও উত্তরই মেলেনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement