Bengali Television Mega Update

মডেলিং থেকে অভিনয়ে! জ্যোতির্ময়ী কুন্ডুর পর সৌন্দর্য দুনিয়ার আরও এক চেনামুখ ধারাবাহিকে?

সুশান্ত দাস আবারও জনপ্রিয় মডেলকে ছোট পর্দায় আনছেন। খবর, নতুন ধারাবাহিকের শুটিং শুরু হয়ে গিয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ জুলাই ২০২৫ ১৪:১৪
Share:

‘কম্পাস’ ধারাবাহিকে অর্কপ্রভ রায়, পর্ণা চক্রবর্তী। ছবি: সংগৃহীত।

এ বার স্টার জলসাতেও কলেজবেলার গল্প। সৌজন্যে প্রযোজক সুশান্ত দাসের নতুন ধারাবাহিক। এই ধারাবাহিকে নতুন নায়িকা আসছেন, এ খবর প্রথম জানিয়েছিল আনন্দবাজার ডট কম। মঙ্গলবার প্রকাশ্যে এল ধারাবাহিকের নাম, ‘কম্পাস’। এই ধারাবাহিক দিয়েই নায়িকা পর্ণা চক্রবর্তী সুশান্তের হাত ধরে অভিনয় দুনিয়ায় পা রাখতে চলেছেন। আরও খবর, তিনিও মডেলিং দুনিয়ার চেনামুখ। অর্থাৎ, জ্যোতির্ময়ী কুন্ডুর মতোই আরও এক জনপ্রিয় মডেলকে প্রযোজক রুপোলি দুনিয়ায় আনছেন। প্রসঙ্গত, সুশান্তের ‘বঁধুয়া’ ধারাবাহিকে ‘পেখম’ চরিত্রে অভিনয় করে দর্শকমন জয় করেছিলেন জ্যোতির্ময়ী। এখন তিনি অতনু রায়চৌধুরীর ‘প্রজাপতি ২’ ছবিতে দেবের বিপরীতে অভিনয় করছেন!

Advertisement

এ দিকে, টেলিপাড়ায় খবর, পর্ণা অভিনয় দুনিয়ায় একেবারে আনকোরা নন। এর আগে একাধিক মিউজ়িক ভিডিয়োয় কাজের অভিজ্ঞতা আছে তাঁর। সেই কারণেই নায়িকার ভূমিকায় তাঁকে বেছেছেন প্রযোজক। আরও জানা গিয়েছে, ধারাবাহিক শুরু হবে কলেজ ক্যাম্পাসের গল্প দিয়ে। যেখানে পর্ণার বিপরীতে ‘তোমাদের রানি’ ধারাবাহিকের নায়ক অর্কপ্রভ রায়। যদিও পরে সেই গল্প পারিবারিক গল্পই বলবে, এমনই শোনা যাচ্ছে। এই ধারাবাহিকে ‘বড় বৌ’-এর চরিত্রে অভিনয়ের মাধ্যমে আট মাস পরে ছোট পর্দায় ফিরছেন অন্বেষা রায় মুখোপাধ্যায়। তিনি ধারাবাহিক ‘সোহাগ চাঁদ’ ধারাবাহিকের নায়িকা ‘সোহাগ’ হিসাবে খ্যাত।

ধারাবাহিকের টিজ়ার সদ্য মুক্তি পেয়েছে। টিজ়ার জুড়ে হিন্দি ছবি কর্ণ জোহরের ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর আমেজ। ছবিতে কাজলকে প্রথমে ‘টমবয়’ হিসাবে দেখানো হয়েছিল। এই ধারাবাহিকের নায়িকারও সে রকমই ছোট করে ছাঁটা চুল। মাথায় টুপি। পরনে জিন্স, টপ। কাজলের মতো চাকা লাগানো জুতো পরে (স্কেটিং শু) কলেজে পা রাখবেন তিনিও। তাঁকে ঘিরে সহপাঠীদের ঝলমলে উপস্থিতি।

Advertisement

ইতিমধ্যেই ধারাবাহিকের শুটিং শুরু হয়ে গিয়েছে। সেট পড়েছে স্টুডিয়োয়। অন্য দিকে, উত্তরবঙ্গের শৈলশহরে পুরোদমে শুট চলছে ধারাবাহিকের। সব ঠিক থাকলে চলতি মাসের শেষে অথবা আগামী মাসে ছোট পর্দায় সম্প্রচার শুরু হবে ‘কম্পাস’-এর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement