Sohag Chand Fame Anwesa Ray Mukhopadhyay

ভারী চেহারার জন্য আট মাস কাজ পাননি! ছোটপর্দার ‘সোহাগ’ অন্বেষা কি কার্তিক আরিয়ানের ছবিতে?

‘সোহাগ’ অন্বেষা শীঘ্রই ছোট পর্দাতেও ফিরতে চলেছেন। দিনকয়েকের মধ্যেই শুটিং শুরু হবে। কোন চ্যানেলে দেখা যাবে তাঁকে?

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ জুলাই ২০২৫ ১৫:২৯
Share:

কার্তিক আরিয়ানের আগামী ছবিতে অন্বেষা রায় মুখোপাধ্যায়? ছবি: সংগৃহীত।

আট মাস কাজ নেই। বসে বসে হাঁফিয়ে যাচ্ছিলেন অন্বেষা রায় মুখোপাধ্যায়। দর্শকদের কাছে তিনি বেশি পরিচিত ধারাবাহিক ‘সোহাগ চাঁদ’-এর নায়িকা ‘সোহাগ’ হিসাবে। তাঁর এত দিনের অপেক্ষা সফল। খবর, অন্বেষা সদ্য বলিউডে তাঁর ভাগ্য পরীক্ষা করিয়ে ফিরেছেন। অভিনেতা নির্বাচক মুকেশ ছাবড়ার দল তাঁকে কার্তিক আরিয়ানের আগামী ছবির জন্য পরীক্ষা দিতে ডেকেছিলেন। ছবিতে এক গুরুত্বপূর্ণ বাঙালি চরিত্রের জন্য অডিশন দিয়েছেন তিনি। যদিও এখনও ফলাফল জানা যায়নি।

Advertisement

অভিনেত্রী ছাড়াও অন্বেষার আরও একটি পরিচয় আছে। ২০১৯-এ তিনি ‘মিস প্লাস সাইজ় ইন্ডিয়া’ সৌন্দর্য প্রতিযোগিতায় প্রথম হয়েছিলেন। তাঁর জীবনের ছায়ায় তৈরি হয়েছিল কালার্স বাংলার জনপ্রিয় ধারাবাহিকটি। ছোটপর্দার দর্শকের কাছে রাতারাতি খ্যাতি জুটেছিল তাঁর। তার পর তাঁর হাতে আর কাজ নেই! গুঞ্জন, এই সময় মানসিক দিক থেকেও কিঞ্চিৎ ভেঙে পড়েছিলেন। তবু হাল ছাড়েননি। এর পরেই মুকেশ ছাবড়ার পাশাপাশি তাঁর কাছে ডাক আসে স্টার জলসা থেকে। শোনা যাচ্ছে, সুশান্ত দাসের টেন্ট প্রযোজনা সংস্থার নতুন ধারাবাহিকে চুক্তিবদ্ধ হয়েছেন।

এ বারে অন্বেষার বিপরীতে কে? জানতে আনন্দবাজার ডট কম যোগাযোগ করেছিল তাঁর সঙ্গে। তাঁর ফোন বন্ধ। টেলিপাড়া সূত্রে খবর, আর নায়িকা চরিত্রের জন্য অপেক্ষা করতে রাজি নন অভিনেত্রী। তাই তিনি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন। ২২ জুলাই থেকে তাঁর নতুন ধারাবাহিকের শুটিং শুরু হবে। নায়কের চরিত্রে দেখা যাবে কালার্স বাংলারই আরও একটি জনপ্রিয় ধারাবাহিক ‘ইন্দ্রাণী’-খ্যাত রাহুল গঙ্গোপাধ্যায়কে। নায়িকা সম্ভবত নবাগত পূর্ণা।

Advertisement

এই কাজের পাশাপাশি আরও একটি কাজ অবসরের মধ্যেই সেরেছেন ছোট পর্দার ‘সোহাগ’। অলকানন্দা গুহর প্রযোজনায় একটি মিনি সিরিজ়ে অভিনয় করেছেন। ভৌতিক-রহস্যধর্মী এই সিরিজ়ে অন্বেষার সঙ্গে অলকানন্দাও অভিনয় করেছেন। পরিচালনায় মনোজিৎ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement