Entertainment News

শাহরুখ, আমির, সলমনকে কেন বাদ দিলেন দীপিকা পাড়ুকোন?

বলিউডি ফিল্ম নিয়ে কথা হবে অথচ তাতে কোনও ‘খান’ থাকবেন না, তা কখনও হয়! হয় হয়, দীপিকা পাড়ুকোনের দুনিয়ায় তা হয়! দীপিকার দেখা ২০১৬-র সেরা ফিল্মের তালিকায় জায়গা পাননি শাহরুখ-আমির-সলমন— তিন খানের কোনও খানই। হ্যাঁ! অবাক করার মতো ঘটনাই বটে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০১৭ ১১:১০
Share:

ছবি: সংগৃহীত।

বলিউডি ফিল্ম নিয়ে কথা হবে অথচ তাতে কোনও ‘খান’ থাকবেন না, তা কখনও হয়! হয় হয়, দীপিকা পাড়ুকোনের দুনিয়ায় তা হয়! দীপিকার দেখা ২০১৬-র সেরা ফিল্মের তালিকায় জায়গা পাননি শাহরুখ-আমির-সলমন— তিন খানের কোনও খানই। হ্যাঁ! অবাক করার মতো ঘটনাই বটে।

Advertisement

আরও পড়ুন

এই কারণে শাহরুখের সঙ্গে দীর্ঘ দিন কথা বন্ধ ছিল কর্ণের!

Advertisement

গত বছরের সেরা ফিল্ম হিসেবে দীপিকা বেছে নিয়েছেন সোনম কপূরের ‘নীরজা’কে। তালিকায় রয়েছে আলিয়া ভট্টের ‘কপূর অ্যান্ড সন্স’। জায়গা পেয়েছে অমিতাভ বচ্চনের ‘পিঙ্ক’ বা রণবীর কপূরের ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ও। তবে ঠাঁই পায়নি তিন খানের কোনও ফিল্ম। কেন? হলিউডে নিজের ইনিংস শুরু করতে গিয়ে কি তবে বলিউডকে অবহেলা করতে শুরু করেছেন দীপিকা? দুষ্টজনে নানা কথা বলতেই পারে। তবে দীপিকা ক্যাম্পের দাবি, গত বছর নাকি সে ভাবে বলিউডি ফিল্ম দেখার সুযোগই হয়নি তাঁর। টুইটারে নিজের সেরা ফিল্মের কথা জানিয়েছেন দীপিকা নিজেই। সেখানেও তিনি বলেন, “শাহরুখের ডিয়ার জিন্দেগি, সলমনের সুলতান আর আমিরের দঙ্গল দেখিনি।”

আরও পড়ুন

স্টান্ট করতে গিয়ে শুটিংয়ে আছাড় খেয়ে পড়ে জখম প্রিয়ঙ্কা চোপড়া

বলিউড হটি গত বছরের অনেক সময় ব্যস্ত ছিলেন ট্রিপল এক্স মুভি সিরিজের শুটিংয়ে। খাঁটি কথা! তা হলেও তিনি খানেদের কোনও ফিল্ম দেখতে পারেননি? বলিউডি ফিসফাস কে রুখবে বলুন!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement