কেন সাংবাদিক সম্মেলন ছেড়ে উঠে গেলেন কাজল?

একটা ফোন। আর তাতেই বদলে গেল তাঁর মেজাজ। সাংবাদিক সম্মেলনের মাঝপথে উঠে গেলেন কাজল। তাঁর বোন তানিশার নাটক ‘দ্য জুরি’র সাংবাদিক সম্মেলনে হাজির ছিলেন নায়িকা। কিন্তু মাঝপথেই ক্ষমা চেয়ে চলে যান তিনি। কার্যত উঠে যেতে বাধ্য হন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৯ অগস্ট ২০১৫ ১৩:৪৬
Share:

একটা ফোন। আর তাতেই বদলে গেল তাঁর মেজাজ। সাংবাদিক সম্মেলনের মাঝপথে উঠে গেলেন কাজল। তাঁর বোন তানিশা অভিনীত নাটক ‘দ্য জুরি’র সাংবাদিক সম্মেলনে হাজির ছিলেন নায়িকা। কিন্তু মাঝপথেই ক্ষমা চেয়ে চলে যান তিনি। কার্যত উঠে যেতে বাধ্য হন। কী এমন ছিল সেই ফোনে? কে ফোন করেছিলেন কাজলকে? জানা যায়নি কিছুই।

Advertisement

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ‘দ্য জুরি’র সাংবাদিক সম্মেলনে কাজলের কাছে বার বার একটি ফোন আসছিল। তিনি প্রথমে কয়েক বার কেটে দিলেও পরে তা ধরেন। কথা বলতে বলতেই কাজলের মেজাজ পাল্টে যায়। খুব উদ্বিগ্ন হয়ে পড়েন তিনি। তার পর সকলের কাছে ক্ষমা চেয়ে বেরিয়ে যান অভিনেত্রী। বাইরে গিয়ে যত দ্রুত সম্ভব গাড়ির চালককে বাড়িতে যাওয়ার নির্দেশ দেন। এমনকি দুশ্চিন্তায় চালককে সরিয়ে নিজেই গাড়ি চালাতে শুরু করেন। কোনও মতে তাঁকে পিছনে বসিয়ে চালক গাড়িটি নিয়ে বেরিয়ে যান। কেন কাজন এমন আচরণ করলেন তা জানা যায়নি। ফোনে কী খবর শুনে এত ভেঙে পড়েছিলেন নায়িকা? জানা যায়নি তাও।

অবশ্য ‘দ্য জুরি’তে তানিশার ভূমিকা নিয়ে কাজল বলেন, ‘‘নাটকটা দেখার জন্য আমি খুব এক্সাইটে়ড। আমি নিশ্চিত ও খুব ভাল করবে’’। তনুজা, জুহি চাওলা, লারা দত্তর মত বলিউড তারকা এবং জাহির খান, অজিত আগারকারের মতো ক্রিকেটারও উপস্থিত ছিলেন ওই সাংবাদিক সম্মেলনে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement