বাবা হতে চলা ভাজ্জিকে কেন গালাগালি করছেন স্ত্রী?

বাবা হচ্ছেন হরভজন সিংহ। প্রথম সন্তানের জন্য কীভাবে প্রস্তুত হবেন, তা জানতে রীতিমতো ট্রেনিং ক্লাস করছেন ভাজ্জি! আবার স্ত্রী গীতা বসরার কাছ থেকে গালাগালিও শুনছেন! কেন বলুন তো?

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১২ জুলাই ২০১৬ ১২:৫৪
Share:

হরভজনকে কী বলছেন গীতা?— ফাইল চিত্র।

বাবা হচ্ছেন হরভজন সিংহ।

Advertisement

প্রথম সন্তানের জন্য কীভাবে প্রস্তুত হবেন, তা জানতে রীতিমতো ট্রেনিং ক্লাস করছেন ভাজ্জি!

আবার স্ত্রী গীতা বসরার কাছ থেকে গালাগালিও শুনছেন!

Advertisement

কেন বলুন তো?

হরভজন মজা করে বলেছেন, ‘‘এমনিতেই মেয়েদের সঙ্গে থাকাটা বেশ চাপের। আর সে যদি সন্তানসম্ভাবা হয়, তাহলে তো আর কথাই নেই! আমি গীতাকে বোঝার চেষ্টা করি, ও যাতে আরামে থাকতে পারে সেটা দেখি। ওকে যতটা সম্ভব সাপোর্ট করি। এমনিতেই ওর কাছে সবসময়ে গালাগালি শুনতে হয়, এখন একটু বেশি শুনতে হচ্ছে!’’

পরিবারের নতুন সদস্যের জন্য এখন থেকেই শপিং শুরু করে দিয়েছেন তাঁরা। ইংল্যান্ড থেকে সন্তানের জন্য ডিজাইনার স্যুটও কিনেছেন গীতা। প্রথম সন্তানের জন্ম নেওয়ার আগে কীভাবে প্রস্তুতি নেবেন, তা জানতে বিশেষ ক্লাসও করছেন দম্পতি।

আরও পড়ুন, ‘আমি একটা কুকুর চাই, কোনও পুরুষ নয়’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement