Jeetu Kamal-Ditipriya Roy Chemistry

এক সেটে দুই ঘরে জীতু-দিতিপ্রিয়া! কারও মুখে কথা নেই কেন এই দূরত্ব? অবশেষে সব রহস্য ফাঁস

গুঞ্জন, নায়িকা আর তাঁর শুটিংয়ের কয়েকটি ছবি সমাজমাধ্যমে দিয়ে বিবরণীতে রসিকতা করেছিলেন নায়ক। তাতেই নাকি খেপেছেন অনেকে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ জুলাই ২০২৫ ১৭:৫৬
Share:

প্রেমে নয় শুধুই ফ্রেমে জীতু কমল-দিতিপ্রিয়া রায়। ছবি: ফেসবুক।

সপ্তাহখানেক আগে জীতু কমল সমাজমাধ্যমে তাঁর সাম্প্রতিক ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’ নিয়ে প্রচার করেছিলেন। সেই প্রচারে তাঁর আর ধারাবাহিকের নায়িকা দিতিপ্রিয়া রায়ের সেটের কিছু ছবি প্রকাশ্যে আসে। ছবির বিবরণীতে জীতু কিছু বার্তাও লেখেন। সবটাই রসিকতা করে এবং প্রচারের কারণে, এ কথা আনন্দবাজার ডট কমকে জানিয়েছিলেন নায়ক। এখন টেলিপাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে, এই নিয়ে নাকি সেটের অন্দরে অসন্তোষ দানা বেঁধেছে। যার জেরে নায়ক-নায়িকা যে যার নিজের মতো থাকছেন।

Advertisement

যেমন, নির্দিষ্ট ঘরে জীতু সময় কাটাচ্ছেন বই নিয়ে। দিতিপ্রিয়ার শট শেষ হলে সঙ্গী তাঁর মা। আরও গুঞ্জন, বিষয়টি নাকি দিতিপ্রিয়ার মা-ও খুব ভাল মনে মেনে নিতে পারেননি। নায়িকাও নাকি মানসিক ভাবে বিপর্যস্ত।

এমন কী পোস্ট করেছেন জীতু, যা নিয়ে এত চর্চা? গল্পের খাতিরে, চিত্রনাট্য মেনে তিনি আর দিতিপ্রিয়া রোমান্টিক দৃশ্যে অভিনয় করেছেন। ছবিতে দেখা গিয়েছে, পিছন থেকে জড়িয়ে নিয়েছেন নায়িকাকে। হাতে রক্তগোলাপ। এই ছবি দিয়ে লিখেছেন, “প্রেমের কোনও মরসুম হয় না, প্রেমের কোনও রং হয় না! প্রেমের কোনও সময় হয় না। প্রেমের শুধু ছবি হয়।” এই পোস্টে তিনি নায়িকাকে ট্যাগ করেছেন। সমস্যার সূত্রপাত নাকি এখান থেকেই।

Advertisement

সমাজ এবং সংবাদমাধ্যম তোলপাড়, ধারাবাহিকে অভিনয় করতে গিয়ে প্রেমে পড়েছেন জীতু-দিতিপ্রিয়া!

এটাই নায়িকার অস্বস্তির প্রধান কারণ। ফলে, শুটের অবসরে কেউই আর কারও সঙ্গে স্বাভাবিক আচরণ করতে পারছেন না। এ-ও ছড়িয়েছে, দুই মাধ্যম থেকে নাকি নায়ক অশালীন মন্তব্যের শিকার হয়েছেন।

বিষয়টি সবিস্তার জানতে আনন্দবাজার ডট কম যোগাযোগের চেষ্টা করেছিল জীতু এবং দিতিপ্রিয়ার সঙ্গে। নায়িকা বলেছেন, “বিষয়টি নিয়ে এখনই কিছু বলতে চাই না।” ফোন ধরেননি জীতু। তবে গুঞ্জন নিয়ে ইতিমধ্যেই সংবাদমাধ্যমে কথা বলেছেন জীতু। সেখানে তাঁর দাবি, “আমি বাইরের কারও থেকে কোনও রকম খারাপ মন্তব্য শুনিনি। কোনও কটাক্ষেরও শিকার হইনি।”

একই কথা অবশ্য তিনি আনন্দবাজার ডট কমকে দেওয়া প্রথম সাক্ষাৎকারেই বলেছিলেন। সেই সাক্ষাৎকারে জীতুর বক্তব্য ছিল, “ধারাবাহিকের প্রযোজক, পরিচালকের তরফ থেকে অনুরোধ ছিল, ধারাবাহিকের প্রচার করতে হবে আমাকেও। সেটাই করেছি মাত্র। এই সমস্যা যাতে না বাধে তার জন্যই নিয়মিত সমাজমাধ্যমে আমাদের ছবিও দিই না। যাতে ভুল বার্তা না যায়।” তাঁর আফসোস, এত করেও সমস্যা এড়াতে পারলেন কই!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement