মিয়া মোটা হয়ে যাচ্ছেন বুঝি? তাই কঠিন ডায়েট!

তিনি নাকি মোটা হয়ে যাচ্ছেন। তাই এ বার থেকে কঠিন ডায়েটে থাকতে চান। তিনি এই মুহূর্তে বিশ্বের প্রথম সার্চেবেল পর্নস্টার মিয়া খলিফা। না! মোটা হয়ে যাচ্ছেন বলে কেউ তাঁকে গঞ্জনা দেয়নি। এ উপলব্ধি মিয়ার একান্ত নিজস্ব।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৮ মে ২০১৬ ১৩:০৯
Share:

তিনি নাকি মোটা হয়ে যাচ্ছেন। তাই এ বার থেকে কঠিন ডায়েটে থাকতে চান। তিনি এই মুহূর্তে বিশ্বের প্রথম সার্চেবেল পর্নস্টার মিয়া খলিফা।

Advertisement

না! মোটা হয়ে যাচ্ছেন বলে কেউ তাঁকে গঞ্জনা দেয়নি। এ উপলব্ধি মিয়ার একান্ত নিজস্ব। সম্প্রতি ইনস্টাগ্রামে নিজের বিকিনি পরা একটি ছবি পোস্ট করে মিয়া লিখেছেন, ‘কাল থেকেই ডায়েট শুরু করব।’

সঙ্গে সঙ্গে কমেন্টের ভরে যায় মিয়ার ইনস্টা-ওয়াল। তাঁর অনুরাগীদের বেশিরভাগই লেখেন, মিয়াকে এই চেহারাতেই দারুণ মানিয়েছে। তাঁর আর ডায়েট করে রোগা হওয়ার কী দরকার? অনেকে আবার বলেছেন, এমনিতেই মিয়ার টোনড বডি। আরও টোনড হলে হয়তো আরও অ্যাট্রাকটিভ দেখতে লাগবে তাঁকে!

Advertisement

আরও পড়ুন

পর্ন তারকা মিয়া সম্পর্কে চমকে দেওয়া আটটি তথ্য

মধ্যরাতে কার জন্য খাবার বানালেন মিয়া?

ছবিটা দেখে বলুন তো, আপনার কী সাজেশন?


মিয়ার পোস্ট করা ইনস্টাগ্রামের ছবি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement