প্ল্যাটফর্মে বসে একাকী ধোনি!

লম্বা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে একটা খালি ট্রেন। বেঞ্চে বসে রয়েছেন একাকী একজন টিটি। এই চাকরিটা তাঁর ভাল লাগে না। সামনে পড়ে এক অজানা ভবিষ্যত। কে ইনি?

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ মার্চ ২০১৬ ১৪:৩১
Share:

লম্বা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে একটা খালি ট্রেন। বেঞ্চে বসে রয়েছেন একাকী একজন টিটি। এই চাকরিটা তাঁর ভাল লাগে না। সামনে পড়ে এক অজানা ভবিষ্যত।

Advertisement

কে ইনি?

ইনি ভারতের ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিংহ ধোনি। এ ভাবেই প্রকাশিত হল ধোনির বায়োপিকের প্রথম টিজার পোস্টার। যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন সুশান্ত সিংহ রাজপুত। খড়গপুরের টিকিট পরীক্ষক থেকে ভারতের ক্রিকেট টিমের ক্যাপ্টেন হওয়ার জার্নিটা খুব সহজ ছিল না। পরিচালক নীরজ পাণ্ডে ছবির প্রতিটি ফ্রেমে সেই লড়াইটাকে তুলে ধরেছেন।

Advertisement

ধোনির বায়োপিকে যুবরাজ সিংহের চরিত্রে অভিনয় করছেন জন আব্রাহাম। ধোনির স্ত্রী সাক্ষীর ভূমিকায় দেখা যাবে কিয়ারা আডবাণীকে। এ ছাড়াও শ্রেয়স তলপড়ে, ফাওয়াদ খান, বরুণ ধবন, অর্জুন কপূর, কাদের খান থাকবেন ছবিতে। আগামী ২ সেপ্টেম্বর মুক্তি পাবে ছবিটি।

আরও পড়ুন

ধোনির হেয়ারকাট নিলেন সুশান্ত!

পাক মডেলের ধোনি-প্রীতি

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement