Shefali Jariwala Death

শেফালীর মৃত্যুর পর কী ভাবে পোষ্যকে নিয়ে হাঁটতে বেরোলেন পরাগ! কারণ জানালেন পারস

শেফালীর অকালপ্রয়াণ ঘটেছে, সেই সময় তাঁর স্বামী হঠাৎ পোষ্যকে কেন বেরোলেন রাস্তায়? প্রশ্ন তোলেন নেটাগরিকদের একাংশ। এই ঘটনার পর সংবাদমাধ্যমের উপর ক্ষোভ উগড়ে দেন শেফালীর বন্ধু পারস ছাবড়া।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ জুলাই ২০২৫ ১৭:৪১
Share:

শেফালীর মৃত্যুর পর পরাগের ভাইরাল ভিডিয়োর সত্যতা এল প্রকাশ্যে। ছবি: সংগৃহীত।

গত শনিবার রাতে শেফালী জরীওয়ালার মৃত্যুর খবর প্রকাশ্যে আসে। প্রাথমিক ভাবে অনেকেই বিশ্বাস করে উঠতে পারেনি। পর দিন হাসপাতালে যখন ময়নাতদন্ত চলছে শেফালীর। সেই সময় তাঁর স্বামী পরাগ ত্যাগীকে দেখা যায় রাস্তায়, সঙ্গে পোষ্য।

Advertisement

রীতিমতো ভাইরাল হয়ে যায় এই ভিডিয়ো। অনেকেই প্রশ্ন তোলেন, গত রাতে যাঁর স্ত্রীয়ের আকস্মিক মৃত্যু ঘটেছে, তিনি কী করে এত স্বাভাবিক ভাবে পোষ্যকে নিয়ে বাইরে বেরোতে পারেন? এই ঘটনার পর সংবাদমাধ্যমের উপর ক্ষোভ উগড়ে দেন শেফালীর বন্ধু পারস ছাবড়া।

তিনি বলেন, ‘‘ওই সময় মানুষটার মনের অবস্থা বোঝার চেষ্টা করুন। শেফালী ওঁর পোষ্যকে খুব ভালবাসত। ওই বাড়িতে ওঁরা তিনজন থাকত। শেফালীর পোষ্য সিম্বা যেন পরিবারের সদস্য। তাই শেফালী চলে যাওয়াতে, তাঁর প্রিয় সিম্বার প্রতি আরও বেশি দায়িত্ব অনুভব করেন। আমি ওদের দীর্ঘদিন ধরে চিনি। তাই ওর মনস্তত্ত্বটা বুঝি।’’ পারস আরও জানান, শেফালীর পোষ্যের বয়স হয়েছে ঠিক মতো চোখে দেখতে পায় না সে জন্য পরাগ ওকে নিয়ে বেরিয়েছিল। এমন মুহূর্তে পরাগের ভিডিয়ো করা অসংবেদশীল বলেই আখ্যা দিয়েছেন অভিনেতা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement