প্রেগন্যান্ট মীরাকে কীভাবে প্যাম্পার করছেন শাহিদ?

এখনও এক বছরও হয়নি তাঁদের বিয়ের। এরই মধ্যে সংসারে নতুন সদস্য আসার আনন্দে দিন গুনছেন এই সেলিব্রিটি কাপল। বলছি শাহিদ কপূর এবং মীরা রাজপুতের কথা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৫ জুন ২০১৬ ১২:৩১
Share:

এই তো কয়েক সপ্তাহ আগেই দু’জনে চুপিচুপি পাড়ি দিয়েছিলেন মলদ্বীপে। এই অবস্থায় মীরার রিল্যাক্সও হল পাশাপাশি বেবিমুনও হল জমিয়ে।

এখনও এক বছরও হয়নি তাঁদের বিয়ের। এরই মধ্যে সংসারে নতুন সদস্য আসার আনন্দে দিন গুনছেন এই সেলিব্রিটি কাপল। বলছি শাহিদ কপূর এবং মীরা রাজপুতের কথা। ২০১৫-র ৭ জুলাই সাত পাকে বাঁধা পড়েছিলেন দু’জনে। আর সবকিছু ঠিকঠাক থাকলে হয়তো এ বছরই সেপ্টেম্বরের মাঝামাঝি নতুন সদস্য আসবে শাহিদ-মীরার মাঝে। আর এই অবস্থায় ২২ বছরের মীরাকে শাহিদ কীভাবে প্যাম্পার করছেন জানেন? কীভাবেই বা কাটছে তাঁদের প্রথম প্যারেন্টহুড? রিল্যাক্সের জন্য বউকে কোথায় ঘুরতে নিয়ে যাচ্ছেন ‘উড়তা পঞ্জাব’-এর নায়ক? উত্তর দেবে সঙ্গের গ্যালারি।

Advertisement

আরও পড়ুন: মীরাক্কেল-৯ এর গ্র্যান্ড ফিনালে

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement