Kotha Serial

টিআরপি থেকে ছিটকে গেল ‘কথা’ ধারাবাহিক, গোবরদেবীর গল্প কি মনে ধরছে না দর্শকের?

এত দিন পর্যন্ত টিআরপি তালিকায় প্রথমের দিকেই দেখা যেত ‘কথা’ ধারাবাহিকের নাম। কিন্তু চলতি সপ্তাহে প্রথম পাঁচ থেকে ছিটকে গেল এই মেগা।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ মে ২০২৫ ১৩:৪০
Share:

কেন টিআরপি থেকে ছিটকে গেল ‘কথা’? ছবি: সংগৃহীত।

গোবরদেবী আর এভির রসায়ন খুব অল্প দিনেই মন কেড়েছিল সকলের। তাদের খুনসুটি, ঝগড়ায় মজেছিল দর্শকের মন। ‘কথা’ ধারাবাহিকের মাধ্যমেই প্রথম বার ছোট পর্দায় জুটি বাঁধেন অভিনেতা সাহেব ভট্টাচার্য এবং অভিনেত্রী সুস্মিতা দে। এক বছরে গল্প অনেকটাই পরিবর্তন হয়েছে। অনেক ঝড়ঝাপটা পেরিয়ে কাছাকাছি এসেছিল নায়ক-নায়িকা।

Advertisement

কিন্তু সেই প্রেমের কাহিনিও দীর্ঘস্থায়ী হয়নি। গল্পে এসেছে নতুন টুইস্ট। কথা আর এভির পুরো ভোলবদল। সেই বদলই কি দর্শকের পছন্দ হল না? চলতি সপ্তাহের টিআরপি নম্বর খানিকটা সেই ইঙ্গিতই দেয়। এত দিন টিআরপি তালিকায় প্রথম পাঁচে দেখা যেত ‘কথা’র নাম। অনেক সময় টিআরপি তালিকায় প্রথম স্থানেও নিজেদের জায়গা করে নিয়েছিল এই ধারাবাহিক। নতুন কাহিনি কি দর্শকের মনে ধরল না?

আনন্দবাজার ডট কমের তরফে যোগাযোগ করা হয়েছিল অভিনেত্রী সুস্মিতার সঙ্গে। পর্দার কথা বললেন, “দর্শকের গল্প পছন্দ হল কি হল না, তা বলতে পারব না। কিন্তু আমাদের দেশে যা যা ঘটছে, এক দিকে আইপিএল-এর ম্যাচ, অন্য দিকে যুদ্ধ— সব মিলিয়ে দর্শক কি আর সে ভাবে ধারাবাহিক দেখছেন?” এই পরিস্থিতিতে প্রতিটি বাড়িতেই সারা ক্ষণ চলছে খবরের চ্যানেল। সেই প্রভাবই কি পড়ছে ধারাবাহিকের টিআরপিতে? নায়িকা জানিয়েছেন, টিআরপির ওঠাপড়া খুব একটা প্রভাবিত করে না তাঁদের। এই মুহূর্তে কাহিনি যেখানে দাঁড়িয়ে সেই নিরিখে তাঁরা প্রতিটি দৃশ্য পরতে পরতে উপভোগ করছেন। সুস্মিতা বললেন, “শুধু আমরা নই, টেকনিশিয়ান দাদারাও উপভোগ করছেন। তাই টিআরপি কমে যাওয়া বা আচমকাই বেড়ে যাওয়া কোনওটাই আর আমায় ভাবায় না।” সদ্য ধুমধাম করে ৫০০ পর্বের উদ্‌যাপন করেছেন তাঁরা। সেটের প্রত্যেকের আশা এই একই ভাবে ১০০০ পর্বও তাঁরা উদ্‌যাপন করতে পারবেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement