Anurag Kashyap Sushant Singh Rajput

নামী সংস্থার আশায় এড়িয়ে যেতেন! সুশান্তকে নিয়ে কোন অজানা তথ্য প্রকাশ্যে আনলেন অনুরাগ?

এমনিতে মিশুকে স্বভাবের ছিলেন সুশান্ত সিংহ রাজপুত। কিন্তু কোন বিশেষ কারণে এড়িয়ে চলতে শুরু করেন অনুরাগ কাশ্যপকে? নতুন ছবির মুক্তির আগে মুখ খুললেন পরিচালক।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ অগস্ট ২০২৫ ১৩:০৬
Share:

সুশান্তকে নিয়ে কোন তথ্য প্রকাশ্যে আনলেন অনুরাগ? ছবি: সংগৃহীত।

অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যু আজও মেনে নিতে পারেননি তাঁর অনুরাগীদের একাংশ। দীর্ঘ দিন ধরে তদন্ত চলার পর অভিনেতার মৃত্যুকে আত্মহত্যা বলেই জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শোনা যায়, একটা সময় নাকি অবসাদে ভুগতেন সুশান্ত। এমনিতে মিশুকে হলেও একটা সময়, পরিচালক অনুরাগ কাশ্যপের ফোনের উত্তর দেওয়া বন্ধ করে দেন সুশান্ত। সেই নিয়ে মুখ খুললেন পরিচালক।

Advertisement

সুশান্তের সঙ্গে অনুরাগের আলাপ দীর্ঘ দিনের। কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবড়ার মাধ্যমেই আলাপ হয়েছিল তাঁদের। তত দিনে অনুরাগ ‘দেব ডি’, ‘গ্যাংস অফ ওয়াসেপুর’র মতো ছবি করে ফেলেছেন। সেই সময়, সুশান্তকে নিজের পরবর্তী ছবি ‘নিশানচী’র প্রস্তাব দেন অনুরাগ। তাঁর কথায়, ‘‘আমি ওই ছবিটার প্রস্তাব সুশান্তকেই প্রথম দিয়েছিলাম। কিন্তু সেই সময় ও যশ রাজের সঙ্গে ‘দিল বেচারা’ ও ‘ড্রাইভ’ ছবির চুক্তিতে ছিল। সুশান্ত বরাবরই যশ রাজের মতো বড় ব্যানারে কাজ করতে চেয়েছিল। ওদের সঙ্গেই একের পর এক ছবির জন্য চুক্তিবদ্ধ হল। সেই সময় আমার ফোন ধরা বন্ধ করে দেয়।’’ যদিও সেই সব পুরনো দিনের কথা মনে রেখে দেননি অনুরাগ। অবশেষে তাঁর ‘নিশানচী’ ছবিটি মুক্তি পাচ্ছে আগামী ১৯ সেপ্টেম্বর। মুখ্য চরিত্রে রয়েছেন অভিনেতা বিনীত কুমার সিংহ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement