Jyoti Singh Again Made Headline

আত্মহত্যার হুমকির পর মোটা অঙ্কের খোরপোশ দাবি! পবন সিংহকে বিপাকে ফেলতেই জ্যোতির যত কাণ্ড?

অভিনেতা-রাজনীতিবিদের আইনজীবীর দাবি, পুরোটাই জ্যোতির চক্রান্ত। তাঁর মক্কেলকে সমাজে নীচু দেখাতেই এই ধরনের পদক্ষেপ করছেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০২৫ ১১:৫৩
Share:

জ্যোতি সিংহ কত খোরপোশ চাইলেন পবন সিংহের থেকে? ফাইল চিত্র।

কিছু দিন আগে আত্মহত্যার হুমকি দিয়েছিলেন। অভিনেতা-রাজনীতিবিদ পবন সিংহের লখনউয়ের বাড়িতে ঢুকতে না পেরে বিষ খেয়ে আত্মঘাতী হওয়ার কথা বলেছিলেন স্ত্রী জ্যোতি সিংহ। খবর, এ বার তিনি ৩০ কোটি টাকার খোরপোশ দাবি করেছেন! পবনের আইনজীবীর দাবি, পুরোটাই উদ্দেশ্যপ্রণোদিত।

Advertisement

ইতিমধ্যেই অভিনেতা-রাজনীতিবিদের আইনজীবীর একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে। সেখানেই তিনি জানিয়েছেন, জ্যোতি নাকি পবনের থেকে ৩০ কোটি টাকা চেয়েছেন। তাঁর মতে, “পুরোটাই জ্যোতি সিংহের চক্রান্ত।” সমাজে অভিনেতা-রাজনীতিবিদকে ছোট করতেই তাঁর স্ত্রী এত কিছু করছেন বলে দাবি আইনজীবীর। প্রসঙ্গত, খ্যাতনামী স্বামীর নামে অকারণ কুৎসা ছড়াচ্ছেন জ্যোতি, এই অভিযোগে স্ত্রীকে লখনউয়ের বাড়িতে নাকি ঢুকতে দেননি পবন। পরে এক ভিডিয়োয় এমনই পাল্টা অভিযোগ জানিয়েছিলেন অভিনেতা-রাজনীতিবিদের স্ত্রী।

সে সময়ে হাউহাউ করে কাঁদতে কাঁদতে জ্যোতি বলেছিলেন, “পবনের লখনউয়ের বাড়িতে ঢুকতে পারলাম না। আমাকে পুলিশ দিয়ে আটকানো হয়েছে! আবার থানায় নিয়ে যেতে চাইছে। এ রকম কিছু ঘটলে এই বাড়িতেই বিষ খেয়ে মরব। তখন যেন আমার শোকে কেউ মোমবাতি জ্বালাবেন না!” সেই তিনিই এখন মোটা অঙ্কের অর্থ দাবি করছেন! তা ছাড়া, স্ত্রীয়ের এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছিলেন পবন।

Advertisement

এই প্রসঙ্গ তুলে আইনজীবীর যুক্তি, খ্যাতনামী দম্পতির উচিত সমাজমাধ্যমের বদলে ব্যক্তিগতভাবে সমাধান করা। জ্যোতি সম্বন্ধে তাঁর বক্তব্য, “পবনকে এত অপমান করেছেন জ্যোতি। এখন কে তাঁকে গ্রহণ করবেন?” তিনি আরও জানান, পবন সিংয়ের আয় এবং তাঁর বর্তমান আর্থিক পরিস্থিতি বিবেচনা করে জ্যোতির খোরপোশের বিষয়টি চূড়ান্ত হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement