Update News Of Jeet

ঝুলিতে দুটো বাংলা ছবি, জিৎ ডুবেছেন ভক্তির সাগরে! অভিনয় ভুলে হঠাৎ কেন ধর্মে মতি নায়কের?

নীরজ পাণ্ডের সিরিজ় ‘খাকি ২: দ্য বেঙ্গল চ্যাপ্টার’-এ তাঁর অভিনয়ের প্রশংসার পরেই অনুরাগীরা ধরে নিয়েছিলেন, জিৎ শুধুই মুম্বইয়ে কাজ করবেন। সেটাই সত্যি?

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ জুন ২০২৫ ১৮:১৪
Share:

ধর্মকর্মে মন দিচ্ছেন জিৎ। ছবি: ফেসবুক।

ঝুলিতে দুটো বাংলা ছবির শুটিং। একটি পথিকৃৎ বসুর বিপ্লবী অনন্ত সিংহের জীবনীছবি। অন্যটি বাংলাদেশের পরিচালক রাইহান রাফির ‘লায়ন’। এখন প্রশ্ন, কোন ছবির শুটিং আগে শুরু করবেন নায়ক? এ দিকে, টলিউডে কানাঘুষো, ধর্মে মন দিয়েছেন জিৎ!

Advertisement

প্রথম হিন্দি কাজ। নীরজ পাণ্ডের জনপ্রিয় সিরিজ় ‘খাকি: দ্য বিহার চ্যাপ্টার’-এর সিক্যুয়েলে হিট জিৎ। ‘খাকি ২: দ্য বেঙ্গল চ্যাপ্টার’-এ দাপুটে আইপিএস অফিসার হিসেবে জিতের চলন-বলন, অভিনয় ভূয়সী প্রশংসিত। তাঁর অনুরাগীরা স্বাভাবিক ভাবেই ধরে নিয়েছিলেন, আগামী দিনে জিৎ হয়তো বলিউডেই বেশি মনোযোগী হবেন। সিরিজ়ের প্রচারে ঘন ঘন মায়ানগরীতে তাঁর যাতায়াত সেই সম্ভাবনা আরও গাঢ় করেছে। সে সব ছেড়ে তাঁর মন নাকি এখন ভক্তিসাগরে ডুব দিয়েছে!

জিতের প্রযোজনা সংস্থা ‘গ্রাসরুট’ দিন সাতেক আগে একটি ভক্তিমূলক ইউটিউব চ্যানেল চালু করেছে, নাম ‘গ্রাসরুট জ্যোতি’। সেখানে আপাতত দুটো ভিডিয়ো দেখা যাচ্ছে। গণেশ এবং সরস্বতী বন্দনা। খবর, আগামী দিনে এই চ্যানেলে হয়তো ভক্তিমূলক গানও শোনা যেতে পারে। অনুরাগীদের ধারণা, চ্যানেলে ধর্মীয় বক্তব্যও শোনা যেতে পারে।

Advertisement

জিৎ কি তা হলে অভিনয় থেকে দূরে সরে যাচ্ছেন? একেবারেই না।

ঘনিষ্ঠ সূত্রে খবর, পথিকৃতের ছবির শুটিং শুরু হতে পারে পুজোর পরে। বিপ্লবী অনন্ত সিংহ হয়ে উঠতে তাঁকে কিছু প্রশিক্ষণ নিতে হবে। যার মধ্যে অন্যতম লাঠিখেলা। শোনা যাচ্ছে, ইতিমধ্যেই তিনি নাকি প্রশিক্ষণ নিতে শুরু করে দিয়েছেন। কলকাতার পাশাপাশি শুটিং হবে ঝাড়গ্রামেও। অন্য দিকে, জুলাইয়ে শুটিং শুরুর কথা ছিল ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনার ছবি ‘লায়ন’-এর। রাইহানের পরিচালনায় বাংলাদেশ এবং বিদেশে শুটিং হবে। এই মুহূর্তে তাঁর ‘তাণ্ডব’ ছবির প্রচারে লন্ডনে রাইহান। তিনি আগামী সপ্তাহে দেশে ফিরবেন। তার পরেই ‘লায়ন’-এর শুটিং নিয়ে বৈঠকে বসবেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement