বড় করে ফিরছেন যিশু সেনগুপ্ত। ছবি: ফেসবুক।
যিশু সেনগুপ্ত বাংলা ছবিতে। শুনলেই নড়ে বসেন বাংলা ছবির দর্শকেরা। ছোট পর্দার ‘মহাপ্রভু শ্রীচৈতন্য’ বরাবর বাঙালি দর্শকদের প্রিয়। তাঁর অনুরাগীরা তাঁকে দেখার জন্য মুখিয়ে থাকেন। সেই তিনিই যখন একের পর এক ভিন্ন ভাষার ছবিতে নিজেকে প্রমাণ করেন, গর্ব বোধ করেন তাঁরা। টলিপাড়ায় গুঞ্জন, অনেক বছর পরে ঘরের ছেলে ঘরে ফিরছেন। হাড়হিম খলনায়ক বা গুরুত্বপূর্ণ চরিত্রাভিনেতা হয়ে নয়। শোনা যাচ্ছে, আবার তিনি নায়ক। পরিচালক-সুরকার ইন্দ্রদীপ দাশগুপ্তের পরিচালনায় তাঁর আগামী ছবিতে এ ভাবেই নাকি দেখা যাবে যিশুকে।
অভিনেতা সৌরভ দাসের সঙ্গে জুটি বেঁধে ইতিমধ্যেই ‘হোয়াই সো সিরিয়াস’ প্রযোজনা সংস্থা খুলেছেন যিশু। তাঁদের ‘মেন্টর’ মহেশ ভট্ট। মাঝে শোনা যাচ্ছিল, যিশু-সৌরভের প্রযোজনায় বহু বছর পরে পরিচালনায় ফিরতে পারেন বর্ষীয়ান পরিচালক। আবার এও শোনা গিয়েছে, ইন্দ্রদীপের আগামী ছবির প্রযোজনাও নাকি দুই অভিনেতা জুটির প্রযোজনা সংস্থাই করতে চলেছেন। বিষয়টি নিয়ে যিশু এবং সৌরভ উভয়ের সঙ্গেই কথা বলার চেষ্টা করেছিল আনন্দবাজার ডট কম। দুই অভিনেতাকেই ফোনে পাওয়া যায়নি। তবে ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, যিশু-সৌরভ ইন্দ্রদীপের আগামী ছবির প্রযোজক না-ও হতে পারেন। তবে তাঁদের প্রযোজনায় মহেশ ছবি পরিচালনা করতে চলেছেন। চিত্রনাট্য তৈরির কাজ জোরকদমে চলছে। সব ঠিক থাকলে আগামী বছর হিন্দি ছবি প্রযোজনা দিয়ে খাতা খুলবেন দুই প্রযোজক-অভিনেতা।
তা হলে ইন্দ্রদীপের ছবির শুটিং যিশু কবে করবেন? গুঞ্জন, আপাতত পরিচালক তাঁর সাম্প্রতিক ছবি ‘গৃহপ্রবেশ’-এর সাফল্য উপভোগ করছেন। তাঁর নতুন ছবির শুটিং সম্ভবত আগামী বছর শুরু করবেন। ‘গৃহপ্রবেশ’ মাত্র কয়েক দিনে কোটির ক্লাবে পা রেখেছে। এই ছবিতে প্রথম জুটি বেঁধেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়-জীতু কমল। নতুন জুটির অভিনয় দর্শক-সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। প্রসঙ্গত, ‘গৃহপ্রবেশ’ মুক্তির সময়েও শোনা গিয়েছিল, জীতু কমলের আগে এই চরিত্রের জন্য ইন্দ্রদীপের প্রথম পছন্দ ছিলেন যিশু।
অভিনেতা সৃজিত মুখোপাধ্যায়ের আগামী ছবি ‘লহ গৌরাঙ্গের নাম রে’তে ‘প্রভু নিত্যানন্দ’-এর ভূমিকায় অভিনয় করছেন।