নতুন ছবি শুরু করতে চলেছেন শুভ্রজিৎ মিত্র। গ্রাফিক: সনৎ সিংহ।
ছবি পরিচালনায় হাতেখড়ি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ‘অপরাজিত’-এর শেষ কিছু অধ্যায় দিয়ে। পরিচালক শুভ্রজিৎ মিত্রের প্রথম ছবি ‘অভিযাত্রিক’ ওই উপন্যাসের শেষ পর্ব নিয়ে তৈরি। দ্বিতীয় ছবি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘দেবী চৌধুরাণী’ এ বছরের পুজোয় মুক্তি পেয়েছে। খবর, আগামী শীতে পরিচালক নিয়ে আসছেন তাঁর তৃতীয় ছবি।
আনন্দবাজার ডট কম-কে তিনি জানিয়েছেন, এ বার তাঁর ছবি রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসকে কেন্দ্র করে। মূলত, ১৯৩০ সালকে পর্দায় ধরতে চলেছেন তিনি। ঐতিহাসিক পটভূমিকায় পরিকল্পিত আগামী ছবিতে যুবক সুভাষচন্দ্র এবং ষাটোর্ধ্ব রবীন্দ্রনাথ ঠাকুর উপস্থিত থাকবেন!
যদিও রবীন্দ্রনাথের উপন্যাসে ইতিহাস খুব কমই জায়গা করে নিতে পেরেছে। ‘বৌ ঠাকুরাণীর হাট’ তাঁর বিশুদ্ধ ইতিহাস-আশ্রিত উপন্যাস, এমনটাই দাবি রবীন্দ্র-গবেষকদের। পাশাপাশি, সমসাময়িক ঐতিহাসিক প্রেক্ষাপট ধরা পড়েছে ‘রাজর্ষি’, ‘গোরা’, ‘ঘরে বাইরে’ বা ‘চার অধ্যায়’-এ। এগুলোর কোনওটা কি শুভ্রজিতের আগামী ছবির বিষয়?
প্রশ্ন করা হয়েছিল পরিচালককে। তাঁর সাফ জবাব, “চিত্রনাট্য তৈরি হয়ে গেলেও এখনই নামঘোষণা করতে পারছি না। কারণ, অভিনেতা নির্বাচন হয়নি।” তাঁর দ্বিতীয় যুক্তি, তিনি কোনও উপন্যাসের হুবহু অনুসরণ করেন না। গবেষণা করে সেই সময়ের ইতিহাস তুলে ধরার চেষ্টা করেন। তাঁর আগের দুটো ছবিতেও সেটাই করেছেন। এ বারেও সেটাই করবেন। সেই অনুযায়ী, রবীন্দ্রনাথের শেষের দিকের একটি উপন্যাস বেছে নিয়েছেন তিনি।
পাশাপাশি, অভিনেতা নির্বাচন না হলেও, তাঁর ছবি যথারীতি তারকাখচিত। পরিচালকের হেঁয়ালি, “বাংলার ‘সুপারস্টার’রা তো থাকবেনই। বলিউডে যে সমস্ত তারকাদের বঙ্গ বা বাংলার সঙ্গে কোনও না কোনও ভাবে যোগ রয়েছে, তাঁরাও থাকতে পারেন ছবিতে। প্রতি বারের মতো এই ছবিতেও রূপটানের দায়িত্বে সোমনাথ কুণ্ডু। গানের দায়িত্ব বিক্রম ঘোষের।
রবীন্দ্রনাথের উপন্যাস থেকে ছবি মানেই নিশ্চয় রবীন্দ্রসঙ্গীতের বহু ব্যবহার? “ভাবনায় তেমনই রয়েছে। তবে চিরাচরিত রবীন্দ্রসঙ্গীত ছবিতে ব্যবহার করব না। যেমন, রবীন্দ্রগানের সঙ্গে মোৎজ়ার্টকে জুড়ে ছবিতে পরিবেশন করতে পারি।” এই ভাবনা বাস্তবায়িত করতে ইউরোপে গান রেকর্ডিং করবেন পরিচালক। বিদেশি বাদ্যযন্ত্রী এবং কণ্ঠশিল্পীরাও হয়তো সে ক্ষেত্রে থাকবেন। ছবির আরও চমক, পরিচালনার পাশাপাশি এই ছবির প্রযোজকও শুভ্রজিৎ। পাশাপাশি, গায়ক দুর্নিবার সাহা এই ছবিতে নতুন ভূমিকায়। তিনি এই ছবির সহকারী পরিচালক!
রবীন্দ্রনাথ, সুভাষচন্দ্র কারা হবেন? প্রসেনিজৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে কি বাংলা ছবিতে পর্দাভাগ করবেন কাজল, রানি মুখোপাধ্যায়? চওড়া হাসিতেই আপাতত সব উত্তর ঢেকেছেন পরিচালক। জানিয়েছেন, নতুন বছরে শুটিং শুরুর ইচ্ছা। সেট ছাড়াও হিমাচল প্রদেশ, দার্জিলিং, কলকাতা-সহ নানা অঞ্চল ঘুরে শুটিং করবেন। তার আগে জানাবেন অভিনেতাদের নাম।